ভারতীয় দল থেকে বাদ পড়েও শিক্ষা নেয়নি এই ক্রিকেটার, এবার IPL কেরিয়ারও হবে শেষ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল থেকে বাদ পড়া এমন একজন খেলোয়াড় আছেন, যার কেরিয়ার নিয়ে তীব্র সমস্যা চলছে। ভারতীয় দল থেকে বাদ পড়ার পর এখন এই খেলোয়াড়ের আইপিএল কেরিয়ারও সংকটে বলে মনে করা হচ্ছে। অনেক সুযোগ পেয়েও অতীতের ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না এই খেলোয়াড়। এর আগে নির্বাচকরা খারাপ পারফরম্যান্সের কারণে এই ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ দিয়েছিলেন এবং এখন এই খেলোয়াড়কে আইপিএল থেকেও বাদ দেওয়া হতে পারে।

কিংবদন্তি ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে টিম ইন্ডিয়া থেকে ছিটকে পড়ার পরেও উন্নতি হয়নি। অজিঙ্কা রাহানে দীর্ঘদিন ধরেই বাজে ফর্মে আছেন। টেস্ট দলে অনেকবার তাকে সুযোগ দেওয়া হলেও প্রতিবারই ফ্লপ প্রমাণিত হয়েছেন তিনি। নির্বাচকরা ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট দল থেকে অজিঙ্কা রাহানের জায়গা কেটে দিয়েছে এবং এখন তার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সও তাকে শীঘ্রই বসাতে পারে। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল ম্যাচে নিজেকে ফ্লপ প্রমাণ করেছেন অজিঙ্কা রাহানে।

Ajinkya Rahane 1

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিংয়ে গতকাল রাহানে মাত্র ৯ রান করে আউট হন. অজিঙ্কা রাহানে আউট হওয়ার সাথে সাথে কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারও ভেঙে পড়ে এবং তার পুরো দল মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যায়। অজিঙ্কা রাহানে যদি তার দলকে ভালো সূচনা দিতেন, তাহলে কলকাতা নাইট রাইডার্সের এই অবস্থা হতো না এবং তাদের ৩ উইকেটে হারের মুখে পড়তে হতো না।

অজিঙ্কা রাহানে গত মরসুম পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতেন, কিন্তু খারাপ পারফরম্যান্সের কারণে খুব একটা বেশি সুযোগ পাননি। মরশুম শেষে এই দল তাকে আর ধরে রাখেনি। সেই সময় আইপিএল নিলামে, কলকাতা নাইট রাইডার্স অজিঙ্কা রাহানেকে ১ কোটি টাকায় কিনেছিলেন। প্রথম ম্যাচে CSK এর বিরুদ্ধে ৪৪ রান করলেও সেদিন বলতে গেলে কোনও চাপ ছিল না ব্যাটিংয়ে। ফিঞ্চ অস্ট্রেলিয়া দল থেকে কেকেআর শিবিরে যোগ দিলে ওপেনিংয়ে জায়গা হারাতে পারেন রাহানে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর