ভক্তদের খোঁচায় বিব্রত BCCI! ক্যারিবিয়ান সফর চলাকালীনই রোহিত-দ্রাবিড়ের চাপ বাড়াচ্ছে আগারকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হতাশা ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙে দিয়েছে। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের (Indian Cricket Team) ইনিংস ও ১৪১ রানের ব্যবধানে জয় একেবারেই সন্তুষ্ট করতে পারছে না তাদের। ফলস্বরূপ বিসিসিআই (BCCI) এখন আসন্ন ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) নিয়ে অনেক বেশি সিরিয়াস। কারণ টুর্নামেন্টে আয়োজিত হতে চলেছে ভারতের মাটিতে।

ওই টুর্নামেন্টে যদি ভারতীয় দল ভালো পারফরম্যান্স না করে বা ট্রফি ঘরে তুলতে ব্যর্থ হয় তাহলে অনেকটি প্রশ্নের মুখে পড়তে হবে। তাই তড়িঘড়ি সদ্য নির্বাচিত ভারতীয় নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগারকারকে পাঠানো হচ্ছে ক্যারিবিয়ান সফরে। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন তিনি।

agarkar dravid

এই মুহূর্তে ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। ২০ শে জুলাই থেকে পোর্ট অফ স্পেনের, কুইন্স পার্ক ওভালে ক্রেগ ব্র্যাথওয়েটের নেতৃত্বাধীন দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের মাঠে নামবেন রোহিত শর্মারা। তারপরে তিন ম্যাচের ওডিআই ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে তারা।

এরমধ্যে কিছুক্ষণের জন্য লাল বলের ক্রিকেট থেকে সাদা বলের ক্রিকেটে দৃষ্টি ফেরাতে হবে রোহিত শর্মাকে। তিনি এবং দ্রাবিড়, আগারকারের সঙ্গে বৈঠক করে ভারতের বিশ্বকাপের ২০ সদস্যের স্কোয়াড বেছে রাখার কাজটা এগিয়ে রাখবেন। কোচ এবং ক্যাপ্টেন এর পরিকল্পনায় কোন কোন ক্রিকেটাররা রয়েছেন। এই মুহূর্তে চোটগ্রস্ত ক্রিকেটাররা সময় মত সুস্থ হবেন কিনা সেই সমস্ত বিষয় নিয়েই চলবে আলোচনা।

চোট আঘাত সাম্প্রতিক সময়ে বড্ড বেশি ভুগিয়েছে ভারতীয় দলকে। এই মুহূর্তে সেই সমস্যার কারণেই বুমরা, রিশভ পন্থ, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার-এর মত একাধিক তারকা ক্রিকেটার ভারতীয় দলের অংশ নন। এদের মধ্যে অনেকেই বিশ্বকাপের আগেও সুস্থ হয়ে উঠবেন না এমনটা ধরে নেওয়া যায়। কারণ বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসও বাকি নেই।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর