পরিণত হচ্ছে ঘূর্ণাবর্ত, ৪৮ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে শুরু হবে প্রবল ঝড় বৃষ্টি!

বাংলাহান্ট ডেস্ক : ঝড় বৃষ্টির কারণে বাংলা থেকে উধাও তাপপ্রবাহ। প্রায় প্রতিদিনই সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির ফলে কমছে তাপমাত্রা। সকালের দিকে গরম থাকলেও রাতের তাপমাত্রা বেশ আরামদায়ক হয়েই উঠছে। আপাতত বাংলার জারি থাকবে বৃষ্টির পরিবেশ। অন্যদিকে দক্ষিন আন্দামান সাগর এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যা আগামী ২৪ ঘন্টায় ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। সেই ঘূর্ণিঝড় অশনির প্রভাবেই ভারী থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। এক লাফে অনেকটাই কমেছে রাজ্যের তাপমাত্রা। আজও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আগামী ৫ দিন আবহাওয়া সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই গোটা রাজ্যের কোথাওই। মাঝে ৮ তারিখ বৃষ্টি কমলেও আবার ৯ তারিখ থেকে শুরু হয়ে ঝড় বৃষ্টি চলবে ১৩ মে অবধিই।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬°সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ২৭.৫ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯৭%

আজকের আবহাওয়া
শুক্রবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামী ১৩ মে অবধি বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে সঙ্গে বইবে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। শনিবারও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের রূপ নেবে আগামীকাল। এরপর উত্তর পশ্চিম দিকে ক্রমাগত অগ্রসর হয়ে ১০ তারিখ নাগাদ এসে পৌঁছাবে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলীয় এলাকায়। তার সরাসরি প্রভাব বাংলায় পড়বে কি না তার দিকে নজর রাখছেন আবহবিদরা।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বজায় থাকছে বৃষ্টির পরিবেশ। শুক্রবার বিকেলে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়। মাঝারি থেকে ভারী বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার ৮ মে সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুদিনই বইবে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দিন পাঁচেকে হিমালয় সংলগ্ন জেলাগুলির দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপর ধীরে ধীরে পরিবর্তন হবে উত্তরবঙ্গের আবহাওয়ায়।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় । বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যে।আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। কিন্তু এরপর আবার ৯ তারিখ থেকে শুরু হবে ঝড় বৃষ্টির পরিস্থিতি। আগামী মোটামুটি ১০-১৩ মে অবধি এমনই আবহাওয়া চলবে দক্ষিনবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতেও। ঘূর্ণাবর্তের প্রভাবে বজ্র-বিদ্যুৎ সহ ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। সঙ্গে জারি থাকবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৩° সেলসিয়াস এবং ২৬° সেলসিয়াস।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর