আবারও বাড়ছে গরম, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তরের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই তীব্র দাবদাহের পরিস্থিতি বজায় থাকতে পারে রবিবারও। যদিও উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেরই কয়েকটি জেলাতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তবুও তা যে কাঙ্ক্ষিত স্বস্তি এনে দেবে না তা বলাই বাহুল্য। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭°সেলসিয়াস
আর্দ্রতা : ৯৫%%
বাতাস :  ২৪.১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৯%

আজকের আবহাওয়া
শুক্রবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, শনিবার হালকা মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে। বৃষ্টি হতে পারে দক্ষিণের ৩ জেলায়ও। দক্ষিণের বাকি জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতার কারণে তুঙ্গে থাকবে অস্বস্তি। বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম হাওয়ার কারনেই বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৫° এবং ২৭° সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ি আজও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আগামীকাল অর্থাৎ ১৭ এপ্রিল রবিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ এপ্রিল সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। যদিও আগামী ৫ দিনে আবহাওয়ার তেমন পরিবর্তনের কোনও সম্ভাবনাই নেই।

weather 25

অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। অধিকাংশ জেলাতেই সারাদিন ধরে দমকা হাওয়া চলবে। যা কিছুটা স্বস্তি দিলেও বাড়াবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। জলীয় বাষ্পের কারণে গরমের প্রকৃত অনুভূতি অনেক বেশি থাকবে। আগামী ১-২দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে জুড়ে। ১৭ এপ্রিল রবিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, বীরভূম, মূর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ এপ্রিল সোমবারের মধ্যে শুধুমাত্রা বীরভূম, মূর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টি হতে পারে। রাজ্যের পশ্চিম অংশের জেলাগুলির সঙ্গে তাপে পুড়ছে উপকূলীয় জেলা গুলিও। এপ্রিল পড়ার পর থেকেই পুরুলিয়া বাঁকুড়ার তাপমাত্রা পৌঁছেছে ৪০° এর কাছাকাছি। উত্তরোত্তর বেড়েই চলেছে রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলির তাপমাত্রা। এই অবস্থায় বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে আগামী ৩-৪ দিনে সেভাবে কোনও পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায়।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল হালকা মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। দক্ষিনবঙ্গের কয়েকটি জেলাতেও হতে পারে বৃষ্টি। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৪° এবং ২৭° সেলসিয়াস।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর