আক্রম, আখতারদের বিরুদ্ধে আমি খেলেছি চ্যাপেল নয়, গ্রেগকে সপাটে দিলেন দাদা।

প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে ফের একবার মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানালেন 2005 সালে ভারতীয় দল থেকে বাদ পড়ার পরেও কিভাবে তিনি নিজের আত্মবিশ্বাস বজায় রেখে জাতীয় দলে কামব্যাক করেছিলেন।

সৌরভ গাঙ্গুলী জানালেন 2005 সালে যখন ভারতীয় দল থেকে বাদ পড়েছিলাম তখন আমি নিজের আত্মবিশ্বাস হারায় নি। কারণ আমি জানতাম আমি বিশ্বের সেরা পেসার ওয়াসিম আক্রম, শোয়েব আক্তার, গ্লেন ম্যাকগ্রাদের বিরুদ্ধে রান করেছি। তাই আমার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে আমি সুযোগ পেলেই ঘুরে দাঁড়াবো।

65202634a4d25919896dec4d109d72512cf2f0d9db0e1d222c35d6e127ce942ba838d2c9

2005 সালে অধিনাকত্ব হারানোর পাশাপাশি ভারতীয় দল থেকেও বাদ পড়তে হয়েছিল সৌরভ গাঙ্গুলিকে। সৌরভ গাঙ্গুলির দল থেকে বাদ পড়ার পিছনে চক্রান্ত করেছিলেন তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গ্রেগ চ্যাপেল। দাদা জানিয়েছেন দল থেকে বাদ পড়ার পর আমি নিজেকে উদ্বুদ্ধ করতে থাকি। আমি নিজেকে বুঝেছিলাম যে শোয়েব আক্তার, ওয়াসিম আক্রমদের মত বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে আমি রান করেছি, গ্রেগ চ্যাপেল নয়। তাই গ্রেগ চ্যাপেল আমার আত্মবিশ্বাসে কোন রকম ফাটল ধরাতে পারবে না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর