শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে অদ্ভুত পরিবর্তন রোহিতের! চ্যাম্পিয়ন বোলারের জায়গায় দলে এলেন তারকা অলরাউন্ডার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল দুর্দান্ত ব্যাটিংয়ের পর অনবদ্য বোলিং করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ফলস্বরূপ এশিয়া কাপের (2023 Asia Cup) সুপার ফোর পর্যায়ে পাকিস্তানকে ২২৮ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে টিকিট পাওয়ার একধাপ কাছে চলে এসেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। ভারতের দুই ওপেনারের দুর্দান্ত পারফরম্যান্সের পর বিরাট কোহলি (Virat Kohli) এবং লোকেশ রাহুল (KL Rahul) পাদপ্রদীপের আলো কেড়ে নেন অসাধারণ শতরান করে। এরপর পাকিস্তান মিডল অর্ডারকে ধ্বংস করে ভারতের বিশাল বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)।

এরপর আজকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বিনা বিশ্রামে মাঠে নামতে হচ্ছে ভারতীয় দলকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি একদিনের শেষ না হওয়ায় ভারতের ওপর এটা বাড়তি চাপ। এই প্রসঙ্গে অবশ্য বিরাট কোহলিরা বলেছেন যে তাদের কোনও অসুবিধা হবে না। কারণ টেস্ট ক্রিকেটেও তারা এরকম টানা কয়েকদিন ক্রিকেট খেলে যান। সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগবে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ টসে জয় পেয়েছে ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তিনি দলে এমন একটি পরিবর্তন করেছেন যা দেখে চমকে গিয়েছেন অনেকেই। অনেকে এই নিয়েও প্রশ্ন তুলছেন যে পাকিস্তানের বিরুদ্ধে যে দলটা এত সুন্দর জয় পেল তাতে আর পরিবর্তন করার দরকার কেন পড়ল।

রোহিত শর্মা আজকের ম্যাচে শার্দূল ঠাকুরকে ছেঁটে ফেলেছেন দল থেকে। তার জায়গা নিয়েছেন অক্ষর প্যাটেল। অথচ গতকাল বল হাতে প্রশংসনীয় পারফরম‍্যান্স করেছিলেন শার্দূল। ড্রেসিংরুমে ফিরিয়েছিলেন তারকা পাকিস্তানী ব‍্যাটার মহম্মদ রিজওয়ানকে। তারপরও এমন সিদ্ধান্ত কেন নেওয়া হলো সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

সম্ভবত রোহিত শর্মা উপলব্ধি করতে পেরেছেন যে রোজ রোজ প্রত্যেক টপ অর্ডারের ব্যাটারদের পক্ষে ভালো পারফরম্যান্স করা সম্ভব নয়। সেক্ষেত্রে মাঝের ওভারগুলিতে বাকি ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। আর সেই জন্য দলে একজন অতিরিক্ত বাঁ-হাতি ব‍্যাটার থাকলে আখেরে লাভ হবে ভারতেরই। অক্ষর যে ঠাকুরের চেয়ে অনেক বেশি ভালো ব্যাটার তা নিয়ে অবশ্য কারণ সন্দেহ নেই। কিন্তু শার্দূলের উইকেট টেকিং অ্যাবিলিটির সমকক্ষ কেউ নন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর