দরাদরি করেও ৯৯ কোটি! দিনদিন দাম বাড়িয়েই চলেছেন অক্ষয় কুমার

বাংলাহান্ট ডেস্ক: মুক্তির আগে থেকেই চর্চায় অক্ষয় কুমারের (akshay kumar) আসন্ন ছবি বচ্চন পাণ্ডে’ (bachchan pandey)। প্রথমে কপিল শর্মার সঙ্গে বিবাদের গুঞ্জন নিয়ে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। এবার কৌতূহলের কেন্দ্রে রয়েছে ছবিতে তাঁর পারিশ্রমিকের অঙ্ক। গুঞ্জন শোনা যাচ্ছে, এই ছবির জন‍্য নাকি প্রায় ১০০ কোটির কাছাকাছি দর হাঁকিয়েছেন অক্ষয়।

বলিউডে এই মুহূর্তে সবথেকে দামী অভিনেতাদের মধ‍্যে একজন অক্ষয় কুমার। প্রতিটি ছবিতেই দাম বাড়াতে থাকেন তিনি। ব‍্যতিক্রম নয় বচ্চন পাণ্ডেও। সূত্রের খবর মানলে, এই ছবির জন‍্য নাকি ৯৯ কোটি টাকা চেয়েছেন অক্ষয়। এটা অবশ‍্য ছাড় দিয়েই। অর্থাৎ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে দরাদরি করার পরেই এই অঙ্কে এসে ঠেকেছে পারিশ্রমিকের পরিমাণ।

akshay kumar song
এও শোনা যাচ্ছে, একটি নামী OTT প্ল‍্যাটফর্মের সঙ্গে লোভনীয় চুক্তি নাকি শেষ মুহূর্তে বাতিল করে দেন বচ্চন পাণ্ডের প্রযোজক। আসলে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। কিন্তু ক্রমশ বাড়তে থাকা করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হয়েছিল মুক্তি।

সে সময়েই নাকি একটি OTT প্ল‍্যাটফর্মের সঙ্গে ১৭৫ কোটি টাকার চুক্তি হয়েছিল সাজিদ নাদিয়াদওয়ালার। ডিজিটাল মুক্তির কথা হয়েছিল ছবিটির। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি হতেই তড়িঘড়ি চুক্তি বাতিল করে দেন প্রযোজক। বড়পর্দাতেই মুক্তি পাচ্ছে ছবিটি।

প্রসঙ্গত, আগামী মার্চ মাসে মুক্তি পেতে চলেছে বচ্চন পাণ্ডে। অক্ষয় কুমারের বিপরীতে ছবিতে রয়েছেন কৃতি শানন ও জ‍্যাকলিন ফার্নান্ডেজ।বহুদিন আগেই বচ্চন পাণ্ডে ছবির ঘোষনা করেছিলেন অক্ষয়। কিন্তু করোনা কাঁটায় বারংবার পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। অবশেষে আগামী ১৮ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর