দুহাতে কামান, দুহাতে দান করেন, দেশের মধ‍্যে সর্বোচ্চ আয়কর দিয়ে সম্মানিত হলেন অক্ষয় কুমার

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ব‍্যস্ততম তারকা অক্ষয় কুমার (Akshay Kumar)। একটা ছবিতে অভিনয় করতে করতেই আরো চার পাঁচটি ছবি হাতে রাখেন তিনি। পারিশ্রমিকও বাড়তে থাকে বছরের পর বছর। বলিউডে এই মুহূর্তে সক্রিয় অভিনেতাদের মধ‍্যে তিনিই নাকি সবথেকে বেশি টাকা রোজগার করেন। সেই হিসাবে আয়কর দিতেও কিন্তু কার্পণ‍্য করেন না অক্ষয়।

দেশের মধ‍্যে সবথেকে বেশি আয়কর দেন অক্ষয়। ‘সর্বোচ্চ করদাতা’ হিসাবে আয়কর দফতরের তরফে সম্মানিত করা হয়েছে তাঁকে। সাম্মানিক সার্টিফিকেটও দেওয়া হয়েছে অভিনেতাকে। সেখানে স্পষ্ট নাম লেখা অক্ষয় কুমার ভাটিয়া। সোশ‍্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হতেই প্রশংসায় বন‍্যায় ভেসেছেন অভিনেতা।

akshay kumar afp 1107629 1652092998
জনৈক নেটনাগরিক কটাক্ষ ছুঁড়েছেন নিন্দুকদের উদ্দেশে, অক্ষয়ের কানাডার নাগরিকত্ব নিয়ে কত কথাই না বলা হয়। একসঙ্গে একাধিক ছবির কাজ হাতে নিয়েও ট্রোল হন তিনি। তবুও অক্ষয় কিন্তু বলিউড তথা গোটা দেশের মধ‍্যে সবথেকে বেশি আয়কর দেন। তাও আবার গত পাঁচ বছর ধরে একভাবে সর্বোচ্চ করদাতা হিসাবে উঠে আসছে তাঁর নাম।

আরেকজন লিখেছেন, বলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও অনেক তারকা আছে যারা প্রচুর টাকা রোজগার করেন। কিন্তু কর দেওয়ার দিক থেকে অক্ষয়ের ধারেকাছেও কেউ আসতে পারবেন না। তাই এবার থেকে কানাডিয়ান নাগরিক বলে কটাক্ষ করার আগে দুবার ভাববেন। অক্ষয় কিন্তু ভারতকেই আয়কর দেন।

Akshay 4

প্রসঙ্গত, অক্ষয়ের শেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ বক্স অফিসে সাফল‍্য পেতে ব‍্যর্থ হয়েছিল। ক্ষতির দায় অভিনেতার ঘাড়েই চাপিয়েছিলেন অনেকে। কিন্তু বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্যই করেননি অক্ষয়। তিনি বরং আগামী রক্ষাবন্ধন, রামসেতু, ক‍্যাপসুল গিল ছবিগুলির উপরে ফোকাস করছেন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর