‘আমিও মানুষ, খারাপ আমারও লাগে’, ফ্লপ ছবির ট্রোল নিয়ে অভিমানী অক্ষয়

বাংলাহান্ট ডেস্ক: অক্ষয় কুমার (Akshay Kumar) বলিউড তথা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতা যিনি বছরের বেশিরভাগ সময়টাই ব্যস্ত থাকেন। একের পর এক ছবির শুটিং থাকে তাঁর। অন্য অভিনেতা অভিনেত্রীদের যেখানে এক একটি ছবি তৈরি করতে ২-৩ বছর লেগে যায়, সেখানে অক্ষয় ৩০ দিনে শেষ করেন একটি ছবির শুটিং। বছরে ৩-৪ টি ছবি মুক্তি পায় তাঁর।

তবে এত খাটাখাটনি বেকারই যাচ্ছে অক্ষয়ের। ইদানিং একটি ছবিও লাভের মুখ দেখছে না তাঁর। যদিও বছরে ছবির সংখ্যায় কোনো হেরফের আনেননি তিনি। কিন্তু আগে যেগানে তাঁর বেশিরভাগ ছবি ১০০ কোটি ২০০ কোটি টাকা কামাত সেখানে এখন নূন্যতম ২০-৩০ কোটি তুলতেই কালঘাম ছুটে যাচ্ছে অভিনেতার। ফলতঃ ট্রোলও হচ্ছে চুটিয়ে।

akshay kumar

সম্প্রতি এক সাক্ষাৎকারে লাগাতার ব্যর্থতা এবং ট্রোলিং নিয়ে মুখ খোলেন অক্ষয়। তিনি বলেন, জীবনে বহুবার উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। যখন ভাল সময় এসেছে সবকিছু ভাল হয়েছে। আর খারাপ সময়ে প্রতিবার শুনেছেন সীমাহীন সমালোচনা। সেসব ধারণার বাইরে।

অক্ষয় বলেন, তিনিও মানুষ। খারাপ কথা শুনলে খারাপ তাঁরও লাগে। তবে তিনি খুব তাড়াতাড়ি মুভ অন করে যেতে পারেন। এটা তাঁর সহজাত ক্ষমতা। অভিনেতা স্পষ্ট বলেন, কাজ করতে তিনি ভালবাসেন। সেটা তাঁর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবেন না।

বক্স অফিস নম্বর কি অক্ষয়কে ভাবায়? অভিনেতার সোজাসুজি উত্তর, অবশ্যই। কারণ একমাত্র এভাবেই বোঝা যায় দর্শকরা কোনটা ভালবাসছেন আর কোনটা নয়।। কোনো ছবি ব্যবসা করতে পারছে না মানে দর্শকরা কোনো টান পায়নি, তাই তারা দেখতে আসছে না। দর্শকদের মন বুঝতেই বক্স অফিস নম্বর জরুরি।

প্রসঙ্গত, শেষবার অক্ষয়কে দেখা গিয়েছিল ‘সেলফি’ ছবিতে, যা বলা বাহুল্য মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। আগামীতে পরপর দশটি ছবি মুক্তি পেতে চলেছে অক্ষয়ের। শুরু হবে বহু প্রতীক্ষিত ছবি ‘ওহ মাই গড ২’ দিয়ে। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। প্রথম ছবিটিতে শ্রীকৃষ্ণের ভূমিকায় ধরা দিয়েছিলেন অক্ষয়। এবার তাঁকে দেখা যাবে মহাদেবের চরিত্রে। ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী এবং ইয়ামি গৌতম।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর