হিন্দু সম্রাটের বীরত্বের কাহিনি দেখানো যাবে না, মধ‍্য প্রাচ‍্যে নিষিদ্ধ অক্ষয়ের ‘পৃথ্বীরাজ’

বাংলাহান্ট ডেস্ক: একটা ফ্লপের পর ধামাকাদার কামব‍্যাক করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ‘পৃথ্বীরাজ’ (Prithviraj) এর হাত ধরে নতুন ভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বলিউড। প্রাথমিক প্রতিক্রিয়াও ভালোই আসছে ছবির। কিন্তু একই সঙ্গে মধ‍্য প্রাচ‍্যের একাধিক দেশে পৃথ্বীরাজের মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মহম্মদ ঘুরীর বিরুদ্ধে নিজের সর্বশক্তি দিয়ে লড়েছিলেন ভারতের শেষ হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চৌহান। মহান বীরের জীবন কাহিনিই এই ছবিতে তুলে ধরা হয়েছে। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় দেখা গিয়েছে অক্ষয়কে। রানী সংযুক্তার চরিত্রে অভিনয় করেছেন মনুষী ছিল্লর।

63779 prithviraj
৩ রা জুন মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ। তার আগেই এই ছবিকে বয়কট করা হয়েছে মধ‍্য প্রাচ‍্যের তিন দেষ কুয়েত, কাতার এবং ওমানে। এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা না হলেও এই খবর জানিয়েছেন এক ফিল্ম বিশেষজ্ঞ।

ঠিক কী কারণে তিন দেশে বয়কট করা হল পৃথ্বীরাজ ছবিটিকে তার কোনো স্পষ্ট কারণ জানা যায়নি। তবে একজন বর্ষীয়ান ট্রেড অ্যানালিস্ট বলেন, সম্রাট পৃথ্বীরাজের বীরগাথা কুয়েত, ওমানের মতো আন্তর্জাতিক সিনেমার বাজারে বয়কট করা হল, এটা সত‍্যি খুব দুঃখজনক।

তিনি আরো বলেন, সম্রাট পৃথ্বীরাজ চৌহানের কাহিনি প্রমাণ করে, যে নিষ্ঠুর বহিরাগতরা ভারতে এসেছিল শুধুমাত্র লুঠপাট আর খুনখারাপি চালানোর জন‍্য, তাদের বিরুদ্ধে ভারতীয়রা কতটা বীরত্বের সঙ্গে রুখে দাঁড়িয়েছিল আর নিজের দেশকে রক্ষা করেছিল।

নিজের নাম গোপন রেখে ট্রেড অ্যানালিস্ট বলেন, পৃথ্বীরাজ ছবিটি নিয়ে ভারতে উত্তেজনা আর আগ্রহ ক্রমশই বাড়ছে। এমতাবস্থায় পৃথ্বীরাজ চৌহানের জীবনকাহিনি নিয়ে তৈরি ছবির উপরে নিষেধাজ্ঞা আরোপ করাটা প্রশ্ন তুলে দেয় যে মধ‍্য প্রাচ‍্যের দেশগুলো ভারত ও হিন্দুদের সত‍্যি ইতিহাসকে গ্রহণ করতে পারছে না কেন?

প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ। মুক্তির আগে একাধিক বিতর্কের সম্মুখীন হলেও দর্শকদের প্রথম প্রতিক্রিয়া বলছে, পৃথ্বীরাজ ব্লকবাস্টার হিট হতে চলেছে। বলিউডের মোড় ঘুরিয়ে দেবে এই ছবি। একাধিক বিজেপি শাসিত রাজ‍্যে করমুক্তও ঘোষনা করা হয়েছে ছবিটিকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর