মোগলদের বীরগাথা, ভারতীয় মহারাজরা ব্রাত‍্য! সরকারের কাছে নতুন করে ইতিহাস লেখার আবেদন অক্ষয়ের

বাংলাহান্ট ডেস্ক: পুরোদমে ‘পৃথ্বীরাজ চৌহান’ (Prithviraj Chauhan) ছবির প্রচার শুরু করে দিয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সম্রাট পৃথ্বীরাজের জীবনকাহিনির উপরে নির্ভর করে তৈরি হয়েছে ছবিটি। সেই ছবির প্রচারে এসে অক্ষয় দাবি করলেন, ভারত সরকারের উচিত ইতিহাস বই নতুন করে লেখানো।

সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে ভারতের বীর যোদ্ধা রাজা মহারাজদের নিয়ে ইতিহাস পাঠ‍্যবইতে বেশি কিছু লেখাই নেই। এমন কেউ নেই যে আমাদের ইতিহাসের বইতে এগুলো লিখেছেন। অথচ সেই সব বীর যোদ্ধাদের বিষয়ে আমাদের জানা উচিত ছিল।

Akshay Kumar Bald Padman
অক্ষয় বলেন, “আমি এটা বলছি না যে মোগলদের ব‍্যাপারে আমাদের জানা উচিত নয়। কিন্তু আমাদের মহারাজাদের ব‍্যাপারেও জানা উচিত। কারণ তাঁরাও মহান ছিলেন। আমাদের সন্তানদের মহারাণা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহানের ব‍্যাপারে জানা উচিত। আমি আমার সন্তানের কথাই বলছি। সে ইংরেজ এব‌ং মোগলদের ব‍্যাপারে জানে। কিন্তু পৃথ্বীরাজ চৌহানের ব‍্যাপারে কিছুই জানে না। কারণ সে পড়েইনি।”

অক্ষয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করেন, বিষয়টি বিবেচনা করে ভারতের ইতিহাস নতুন করে লেখা হোক পাঠ‍্যবই, যাতে মোগলদের পাশাপাশি ভারতীয় রাজা মহারাজারাও সমান গুরুত্ব পান। তিনি আরো জানান, এসব তিনি ছবির প্রচারের জন‍্য নয় বরং দেশের ভালোর কথা ভেবেই বলছেন।

অভিনেতা আরো বলেন, সম্প্রতি তিনি সোমনাথ মন্দিরে গিয়েছিলেন। তিনি শিবলিঙ্গে দুধ ঢালার পরিবর্তে মন্দিরের ট্রাস্টি বোর্ডকে সেটা দান করেন যাতে অসহায়দের মাঝে ভাগ করে দেওয়া যায়।

প্রসঙ্গত, সম্প্রতি পৃথ্বীরাজ ছবির নাম বদলে পৃথ্বীরাজ চৌহান করা হয়েছে। ২৭ মে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি প্রকাশ করা হয় প্রযোজনা সংস্থার ত‍রফে। জানানো হয় ছবির নাম পরিবর্তনের কথা। একাধিক বার আলোচনার পর শেষমেষ রাজপুতদের ভাবাবেগকে সম্মান জানিয়ে তাদের অনুরোধ রাখতেই এই বদল বলে জানানো হয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর