সাহায‍্যের হাত বাড়ালেন অক্ষয়, ইন্ডাস্ট্রির ৩৬০০ নৃত‍্যশিল্পীকে রেশন দেবেন অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: করোনার (corona) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। পশ্চিমবঙ্গ, দিল্লি হেঁটেছে লকডাউনের দিকে। প্রায় দু মাস ধরে শুটিং বন্ধ মহারাষ্ট্রে। দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত‍্যুর সংখ‍্যা। এতদিন শুটিং বন্ধের জন‍্য বড় সমস‍্যায় পড়েছে কলাকুশলী, টেকনিশিয়ানরা।

এবার আবারো মোকাবিলায় সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন অক্ষয় কুমার (akshay kumar)। নৃত‍্যশিল্পীদের পাশে দাঁড়ালেন তিনি। ইন্ডাস্ট্রির প্রায় ৩৬০০ নৃত‍্যশিল্পীদের সাহায‍্যে এগিয়ে এলেন অভিনেতা। আসলে কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার আবেদনেই এই কাজে নেমেছেন অক্ষয়।

Akshay Kumar ram mandir
কিছুদিন আগেই ছিল গণেশ আচারিয়ার জন্মদিন। তাঁর জন্মদিনের পার্টিতে গিয়ে অক্ষয় জিজ্ঞাসা করেন তাঁর কী উপহার লাগবে। উত্তরে কোরিওগ্রাফার বলেন, ইন্ডাস্ট্রির নৃত‍্যশিল্পীরা শুটিং বন্ধ থাকায় রীতিমতো আতান্তরে পড়েছে। তাদের জন‍্য সাময়িক ভাবে খাবারের ব‍্যবস্থা করতে পারলেই তিনি খুশি হবেন। এরপরেই এই নৃত‍্যশিল্পীদের সাহায‍্য করার সিদ্ধান্ত নেন অক্ষয়।

জানা গিয়েছে ১৬০০ জুনিয়র কোরিওগ্রাফার ও বয়স্ক নৃত‍্যশিল্পী এবং ২০০০ জন ব‍্যাকগ্রাউন্ড আর্টিস্টরা এই সাহায‍্য পাবেন। অক্ষয় আর্থিক অনুদান দিনে গণেশ আচারিয়ার এনজিও থেকে তাদের সাহায‍্য করা হবে। যারা রেশন নিতে চান না তারা টাকাও নিতে পারবেন।

এর আগে করোনা আক্রান্তদের চিকিৎসার জন‍্য ১ কোটি টাকা অনুদান দিয়েছিলেন অভিনেতা। প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান রাজনীতিবিদ গৌতম গম্ভীরের সমাজসেবী সংস্থাকে ১ কোটি টাকা অনুদান দেন অভিনেতা।

এই খবর গৌতম নিজেই টুইটে জানিয়েছেন। তিনি লিখেছেন, অক্ষয়ের এই অনুদান করোনা মোকাবিলায় খুবই সাহায‍্য করবে। পর্যাপ্ত খাবার, অক্সিজেন, ওষুধ এই টাকায় কেনা যাবে বলে জানিয়েছেন গৌতম। উল্লেখ‍্য, এর আগে প্রধানমন্ত্রীর পি এম কেয়ারস ফান্ডে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন অক্ষয়।

রাম সেতু ছবির শুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষয়। নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেতা। তিনি লেখেন, ‘সবাইকে জানিয়ে রাখি আজ সকালে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নিয়ম মেনে আমি নিজেকে কোয়ারেন্টাইন করে নিয়েছি। চিকিৎসার মধ‍্যে রয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে পরীক্ষা করিয়ে নিন। দ্রুত কাজে ফিরব আমি।’

গত ৩০ মার্চ থেকে শুরু হয় রাম সেতুর শুটিং। তবে সমস্ত কোভিড বিধি মেনেই চলছিল শুটিং। এমন অবস্থায় কিকরে করোনা আক্রান্ত হলেন আক্কি সেই প্রশ্ন ওঠে। প্রথমে হোম আইসোলেশনে ছিলেন অক্ষয়। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন অভিনেতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর