তৃতীয় দফা লকডাউনে ছাড় মিলতেই সকাল থেকে লম্বা লাইন মদের দোকানের বাইরে

বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দুদফা লকডাউনে (Lockdown) কেন্দ্র সরকার রাজী না হলেও, তৃতীয় দফায় খুলে গেল মদের (Alcohol) দোকান। মদপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল এই তৃতীয় দফার লকডাউন। ছাড় মিলতেই রাত থেকেই লম্বা লাইন পড়ে গেল মদের দোকানের বাইরে।

mod 222

অরেঞ্জ জোন এবং গ্রীন জোনের জন্য বিশেষ ছাড়

করোনা ভাইরাসের (COVID-19) কারণে দেশজুড়ে তৃতীয় দফা লকডাউন চলছে। গৃহবন্দি হয়ে রয়েছে মানুষজন। খোলা শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। সংক্রমণের সংখ্যার নিরিখে ভাগ করা হয়েছে রেড, অরেঞ্জ এবং গ্রীন জোন। রেড জোনে চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তবে কিছু কিছু অরেঞ্জ এবং গ্রীন জোনে ছাড় পেয়েছে বেশ কিছু দোকানপাঠ। ছোট দোকান, আবাসনের নিচে দোকান ছাড়াও পাড়ার দোকান খোলা যেতে পারে। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পাশাপাশি এবার খুলে গেল মদের দোকানও।

mod 444

মদের দোকান খোলার নির্দেশিকা

প্রথ দুই দফায় কেন্দ্র সরকার রাজি না হলেও, তৃতীয় দফায় ছাড় মিলল মদের দোকানের। তবে শুধুমাত্র অরেঞ্জ এবং গ্রীন জোনে মিলবে এই ছাড়। রেড জোনে কোনমতেই দেওয়া হবে না এই পরিষেবা। তবে সামাজিক দূরত্ব মান্য করে নূন্যতম ৫ জন ক্রেতা থাকতে পারবে একটি দোকানে। তাঁদের মধ্যে থাকবে ৬ ফুটের গ্যাপ।

কোথায় কোথায় খুলবে এই মদের দোকান

সরকারের অনুমতি মিলতেই সোমাবার সকালেই সামাজিক দূরত্ব মেনে লম্বা লাইন পরে গেল ছত্তিশগড়ের রায়পুরের মদের দোকানে। এই একই চিত্র দেখা গেল কর্ণাটকের হুবলিতেও। তবে কর্নাটোক সরকার সকাল ৯ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দিয়েছে। এমনকি দিল্লিতেও মিলে গেল এই ছাড়। তবে ভারতের মধ্যে মহারাষ্ট্র রেড জোন হওয়া সত্ত্বেও খুলে গেল মদের দোকান।

mod 33

মদের দোকান খোলার ক্ষেত্রে সরকার প্রদত্ত নির্দেশিকা

উত্তরাখণ্ডে মদের চুক্তি খোলার আগে আবগারি কমিশনার সুশীল কুমার নিরাপত্তার বিষয়ে একটি গাইডলাইন জারি করেছেন। আদেশ অনুসারে, একবারে পাঁচজন ক্রেতা চুক্তিতে উপস্থিত থাকবেন। ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে। সংখ্যাটি বাড়লে প্রতি পাঁচ জনের পরে দশ ফুট ফাঁক করা দরকার। এইভাবে পান এবং তামাক জাত দ্রব্যের দোকানও মিলল অনুমতি। তবে শহরাঞ্চলে এবং শপিং মলে এই ছাড় মিলবে না।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর