শুক্রের মাটিতে এলিয়েন! বৈজ্ঞানিকরা হাতে পেলেন চমকে ওঠার মত তথ্য

বাংলা হান্ট ডেস্ক / মহাকাশ বিজ্ঞান :  পৃথিবীর (earth) খুব কাছেই কি এলিয়েনদের (alien) বাস? গবেষণায় সম্প্রতি এমনি তথ্য উঠে আসছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এলিয়েনদের খোঁজ পেতে আর দূর দূরান্তের গ্রহ – উপগ্রহের বুকে চোখ রাখতে হবে না। এলিয়েন মিলতে আমাদের সব থেকে কাছের গ্রহ শুক্রতেই (venus)।

images 60 4
শুক্রের মাটিতে এলিয়েন! বৈজ্ঞানিকরা হাতে পেলেন চমকে ওঠার মত তথ্য

বিজ্ঞানীরা সোমবার জানিয়েছেন যে তারা শুক্র গ্রহে অতি অম্লীয় মেঘের সন্ধান পেয়েছে। এই মেঘটিতে আছে ফসফাইন নামে একটি গ্যাস। যা দেখে বিজ্ঞানীদের ধারনা শুক্রে অনুজীব বর্তমান। যা জীবনের সম্ভাবনাকে কয়েকগুন বাড়িয়ে দিল।

শুক্রে ঠিক কি ধরনের প্রাণ আছে তা এখনো জানা না গেলেও। বিজ্ঞানীরা উল্লেখ করেছেন যে পৃথিবীতে ফসফিন অক্সিজেন-অনাহারযুক্ত পরিবেশে ব্যাকটেরিয়া দ্বারা উত্পাদিত হয়। জানা যাচ্ছে, এই আন্তর্জাতিক বৈজ্ঞানিকদের দলটি পহাওয়াইয়ের জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল টেলিস্কোপ ব্যবহার করে ফসফিনটিকে প্রথমবার চিহ্নিত করেছিল । চিলির অ্যাটাকামা লার্জ মিলিমিটার / সাবমিলিমিটার অ্যারে (ALMA) রেডিও টেলিস্কোপ থেকে দেখে এই ব্যাপারে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা।

প্রসঙ্গত, ফসফাইনের আনবিক গঠনে একটি ফসফরাস পরমাণু যার সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু সংযুক্ত যাকে। এটি মানুষের পক্ষে অত্যন্ত বিষাক্ত। পৃথিবীতে থাকা কয়েক প্রজাতির অনুজীব খনিজ বা জৈব পদার্থ থেকে ফসফেট গ্রহণ করে এবং হাইড্রোজেন যুক্ত করে ফসফাইন তৈরি করে থাকে। যেহেতু শুক্র পৃথিবীর খুব কাছে তাই রোবট পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখতে খুব শীঘ্রই সেখানে পাঠানো হতে পারে মহাকাশযান।

 

 

সম্পর্কিত খবর