আজ থেকেই বাড়ছে তাপমাত্রার পারদ! বড়দিনের পর কি জাঁকিয়ে ঠান্ডা? কী বলছে আবহাওয়া দফতর?

বাংলা হান্ট ডেস্ক : কনকনে ঠান্ডায় বড়দিন উপভোগের আনন্দ আর হবে না এই বছর। গতকাল শুক্রবার দুপুরের পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গরমেই কাটবে এবারের বড়দিন এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। বিপরীত ঘূর্ণাবর্তের কারণেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ ক্রিস্টমাস ইভ। তার পরের দিন অর্থাৎ রবিবার ক্রিস্টমাস। কিন্তু জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। গরমেই কাটবে বড়দিনের রাত।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২০.৪°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৬.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৫৬%
বাতাস : ১০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৪%

 

আজকের আবহাওয়া : কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল এই তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২-৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ পতন থমকে যাবে। পাহাড়ের জেলাগুলিতে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুর, মালদায় ঘন কুয়াশা থাকবে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে এবারও পারদ পতনের তেমন কোনও সম্ভাবনা নেই। পর্যটকরা বেশ মনোরম আবহাওয়াতেই দার্জিলিঙে ক্রিসমাস পালন করতে পারবেন।

শুধু কলকাতা নয় জেলা শহরগুলিতেও তাপমাত্রার পারদ চড়বে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গতকয়েকদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কাঁপিয়ে শীত পড়েছিল। তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে চলে গিয়েছিল একাধিক জেলায়। বিশেষ করে একাধিক বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে গিয়েছিল। কাঁপিয়ে ঠান্ডা পড়েছিল সেই সব জেলায়। আজ দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আগামীকালের আবহাওয়া : ২৫ ডিসেম্বর বড়দিনে বাড়বে তাপমাত্রা। কমবে শীতের প্রকোপ। স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা থাকবে। কার্যত উষ্ণ বড়দিন কাটবে। আজ শনিবার থেকে আগামী সোমবারের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর