গ্রেফতারি এড়াতে আত্মসমর্পণ, আদালতে গিয়ে মুচলেকা দিলেন তৃণমূল বিধায়ক

বাংলা হান্ট ডেস্ক: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের প্রকাশ্য সভাতেই ভরতপুরের ওসি রাজু মুখোপাধ্যায়কে হুমকি দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যেই এই ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি।

ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা করেন ভরতপুরের ওসি রাজু মুখোপাধ্যায়। সেই মামলার ভিত্তিতেই এবার আদালতে আত্মসমর্পণ করলেন হুমায়ুন কবির। কান্দি মহকুমা আদলতের বিচারক ভাস্কর মজুমদারের এজলাসে আত্মসমর্পণ করেন তিনি।

দিন কয়েক আগেই দলীয় কর্মীদের একটি সভার মাঝে ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায়ের বিরুদ্ধে হুমকি দেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন যে, ‘‘টারজানকে ওসি ফোন করেছিল, আমি টারজানকে পরিষ্কারভাবে বলে দিয়েছি, তুমি ওসিকে বলো যে, ভরতপুরে থাকার ইচ্ছে থাকলে দালালি বন্ধ করতে। আর তা না হলে ৪৮ ঘণ্টার মধ্যে এখান থেকে পাততাড়ি গোটাতে বাধ্য করব। থানার সামনে গিয়ে বসব, টেবিলের উপর পা দিয়ে, তখন ঠিক বুঝতে পারবে হুমায়ুন কবির কী জিনিস। এমনিই তখন এখান থেকে কাজ ছেড়ে চলে যাবে।’’ তাঁর এই বক্তব্যের জেরেই পরবর্তীকালে মামলা করেন ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায়।

IMG 20220103 134500

জানা গিয়েছে যে, গত ২৬ ডিসেম্বর বিধায়কের বিরুদ্ধে একাধিক জামিনযোগ্য ও জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ১৬৬ ধারায় আইন-শৃঙ্খলাভঙ্গ ও আইন অমান্য, ১৮৯ ধারায় হুমকি দেওয়া, ৫০৪ ধারায় উস্কানি দেওয়া, ৫০৫ ধারায় সরকারি কর্মচারীদের সম্মানহানি এবং ৫০৬ ধারায় অপরাধ করার ইচ্ছা ও হুমকি দেওয়ার অভিযোগেই এই সমস্ত মামলা রুজু করা হয়েছে

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর