রাষ্ট্রপতিকে চিঠি লিখে ইচ্ছামৃত্যুর আবেদন পরিবারের ১১ সদস্যের! কারণটা মর্মান্তিক

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। একই পরিবারের 11 জন সদস্য নিজেদের ইচ্ছামৃত্যু দাবি করে রাষ্ট্রপতির কাছে চিঠিও পাঠিয়েছে বলে খবর। ঘটনাটি গোয়ালিয়র জেলার ঘাটিগাঁও তহসিলের ভিরাবালি গ্রামের বলে জানা যাচ্ছে। কয়েকজন প্রভাবশালীদের দ্বারা জমি দখল করার ঘটনায় জীবনযাপন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছে পরিবার।

পরিবারের অভিযোগ, জিতেন্দ্র আগরওয়াল এবং বিজয় কাকওয়ানি নামের দুই প্রভাবশালী তাদের হেনস্থা করে চলেছে প্রতিনিয়ত। সেই ব্যক্তিদের দ্বারা 1.2 বিঘা জমি বলপূর্বক দখলের চেষ্টা করারও অভিযোগ তুলেছে তারা। পীড়িত পরিবারের প্রধান সাবির খান বলেন, “আমাদের নামে একটি জমি রয়েছে। কিন্তু জিতেন্দ্র আগরওয়াল এবং বিজয় কাকওয়ানি নামের দুই প্রভাবশালী ব্যক্তি আমাদের পৈতৃক জমি দখল করে সেখানে নিজেদের সম্পত্তি গড়ে তুলতে চাইছে।” তিনি আরো বলেন, “এই জমির ওপর প্লট কেটে অন্য ব্যক্তিদের কাছে তা বিক্রির চেষ্টা করছে এরা। আমরা অনেকবার ওদের বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু উল্টে ওরা আমাদের হত্যার হুমকি দিয়ে চলেছে।”

পরিবার সূত্রে জানা গিয়েছে যে, জমি নিয়ে এত বিবাদ, তার সীমানা নির্ধারণ করার জন্য দুই মাস আগে তহসিলদারের কাছে তাদের পক্ষ থেকে আবেদন করা হয়। কিন্তু তা সত্ত্বেও তহসিলদার অফিসের পক্ষ থেকে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

চিঠির মাধ্যমে পরিবারের সদস্যরা জানিয়েছে, তাদের জীবনযাপনের একমাত্র ভরসা হলো এই জমি। ফলে জমি যদি না থাকে তবে পরিবারের সবাইকেই আত্মহত্যা করতে বাধ্য হতে হবে। রাষ্ট্রপতির নামে লেখা তাদের আবেদনটি কালেক্টর অফিস ও এসপির অফিসে দেওয়া হয়েছে বলে খবর। ঘটনাটি প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায় এবং এ বিষয়ে এসপি অমিত সাংঘিকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, “বর্তমানে তদন্ত করা হচ্ছে। খুব দ্রুত মামলার নিষ্পত্তি হবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর