তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ISF-র বিরুদ্ধে, উত্তপ্ত ভোট তৃতীয়া

বাংলাহান্ট ডেস্কঃ আজ রাজ্যে চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ (WB 3rd Phase Assembly Poll) । এই ভোট তৃতীয়ায় তিনটি জেলায় মোট ৩১টি আসনে ভোট গ্রহণ চলছে। সেখান থেকে উঠে আসছে একেরপর এক রাজনৈতিক সংঘাতের খবর। এবার তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার নিশাপুর।

তৃতীয় দফার ভোটে ওই এলাকায় তৃণমূল (TMC) কর্মীরা ভোট দিতে গেলে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। শাসকদলের দাবি সকাল থেকেই তাঁদের সমর্থকদের ভোট দিতে বাঁধা দেওয়া হচ্ছিল। অভিযোগের খবর পেয়ে হাজির হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী, পরে চলেও যায় ,তারপরেই বেলা গড়াতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক তৃণমূল কর্মী ভোট দিতে গিয়ে গুরুতর আক্রান্ত হয়। অভিযোগ মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এমনকি আইএসএফ তরফে বোমা ও গুলি ছোড়া হয় বলে অভিযোগ। যদিও এনিয়ে আব্বাসের দলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

মন্দিরবাজারে আক্রান্ত তৃণমূল কর্মী

অন্যদিকে, তৃণমূল কর্মীর (TMC Activist) বিরুদ্ধে নকল ইভিএম (Fake EVM) নিয়ে এলাকায় ঘিরে বেড়ানোর মত গুরুতর অভিযোগ ওঠে। ভোটারদের প্রভাবিত করতে ওই কর্মী নকল ইভিএম নিয়ে ঘিরে বেড়ায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর পূর্বের বেলগাছি এলাকার ১৪৯ নম্বর বুথে। অভিযুক্ত ওই তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

পাশাপাশি হাওড়াতে সংযুক্ত মোর্চার শরিক দল আইএসএফ বিরুদ্ধে আরও এলটি চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে। জানা যাচ্ছে, ওই এলাকায় বাঁধা দেওয়া সত্ত্বেও ভোট দেওয়ায় তৃণমূল কর্মীর মোটরভ্যান ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। যদিও আইএসএফের (ISF) তরফে অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে।

সম্পর্কিত খবর