‘দফতরে ডেকে বারবার…’, রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, থানায় পৌঁছালেন নির্যাতিতা

বাংলা হান্ট ডেস্ক: হঠাৎই বাংলা থেকে বড় খবর সামনে এসেছে। রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোসের (C V Ananda Bose) বিরুদ্ধে বড়সড় অভিযোগ সামনে এসেছে। সামনেই লোকসভা ভোট, আর তার আগে বাংলার সাংবিধানিক প্রধান রাজ্যপালের বিরুদ্ধেই কিনা উঠল শ্লীলতাহানির অভিযোগ! জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারীর সাথে।

এমন নজিরবিহীন ঘটনা অন্য কোথাও দেখা যায়নি। রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। আর ঘটনা সামনে আসতেই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে সরব হয়েছে তৃণমূল। মহিলাটি রাজভবনের অস্থায়ী কর্মী। অভিযোগ উঠছে ওই মহিলা কর্মীকে কুপ্রস্তাব দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। দুইবার তার শ্লীলতাহানি ঘটানো হয়েছে বলে জানিয়েছেন নির্যাতিতা।

বিষয়টি সামনে আসে যখন বৃহস্পতিবার সন্ধ্যাবেলা রাজভবনে থাকা পুলিশদের কাছে কাঁদতে কাঁদতে গিয়ে অভিযোগ করেন মহিলা। সমস্ত কিছু শোনার পর তাকে নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। সেখানে নির্যাতিতা পুরো বিষয়টি খুলে জানান ডিসি সেন্ট্রালকে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হলেও রাজভবনের তরফে এখনই কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি।

এদিকে শুক্রবারই বাংলাতে মোট তিনখানা নির্বাচনী সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে বৃহস্পতিবার রাত্রিবেলা তার রাজভবনে পৌঁছানোর কথা। সেই সময় এমন অভিযোগ ওঠায় অবাক রাজনৈতিক মহল। ইতিমধ্যেই সেই নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে তৃণমূল। নির্বাচনের আগে তারা বিষয়টিকে হাতিয়ার করবে তা আর বলার অপেক্ষা রাখেনা। এদিকে অভিযোগ সামনে আসার পর রাজভবনের নিরাপত্তা আরো বেশ খানিকটা বাড়ানো হয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর