বিধায়কের নাম করে তোলাবাজি, কাজ বন্ধের হুমকি! তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রামকৃষ্ণ মিশনের

বাংলাহান্ট ডেস্ক : এবার তৃণমূল বিধায়কের নাম নিয়ে রামকৃষ্ণ মিশনের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের নবগ্রামে। পুরো ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাছে। এহেন ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি।

মুর্শিদাবাদের নবগ্রামে আসনদিঘি এলাকায় বিধায়কের নাম ভাঙিয়ে রামকৃষ্ণ মিশনের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে। জানা যাচ্ছে, ২০১৯ সালে ধান্যগঙ্গা কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আসনদিঘি এলাকায় মাছ চাষ, রেশম চাষ, পশুপালন এবং তাঁত শিল্পের প্রশিক্ষণ কেন্দ্র শুরু করে সারগাছি রামকৃষ্ণ মিশন। কিন্তু বর্তমানে ওই রামকৃষ্ণ আশ্রম পরিচালিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধানের অভিযোগ, তৃণমূল বিধায়কের নাম করে হুমকি দিয়ে কাজ বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন ৩ জন ব্যক্তি।

স্থানীয় তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের নাম করে তোলা চাওয়া এবং পুলিশের ভয় দেখানোর অভিযোগও এনেছেন তিনি ওই তিন নেতার বিরুদ্ধে। কৃষিবিজ্ঞান কেন্দ্রের তরফে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাছেও। বলাই বাহুল্য অভিযোগ দায়ের করার পর সমস্ত অভিযোগই অস্বীকার করেছে অভিযুক্তরা। এক অভিযুক্ত অশোক মণ্ডলের দাবি, পাট্টাদারদের কাজ না দেওয়া নিয়ে সরব হয়েছেন তারা। তা নিয়েই মিথ্যে ঘটনা সাজানো হচ্ছে বলেই পালটা অভিযোগ তাদের।

এহেন ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। বলাই বাহুল্য সমস্ত বিষয়টির দায় এবং অভিযোগই অস্বীকার করেছেন ওই তৃণমূল বিধায়ক। নবগ্রামের তৃণমূল বিধায়কের দাবি, ‘মিশনের পক্ষ থেকে পাট্টাদারদের কাজে যুক্ত করার ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই থেকেই বিক্ষোভ তৈরি হয়েছে। সেই বিক্ষোভটাকেই কাজে লাগাচ্ছে কিছু বহিরাগত। কিছু পাট্টাদারকে ভুল বুঝিয়ে বলছে তাদের কাজে নিচ্ছে না রামকৃষ্ণ মিশন।’ এই ইস্যুতে সরব হয়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরিশঙ্কর ঘোষও। তাঁর কথায়৷ ‘তৃণমূলই এই সমস্ত কাজ করছে। সব কাজে বাধা দিচ্ছে। পাট্টাদারদেরও ওরাই বঞ্চিত করছে।’ যদিও সমস্ত উন্নয়নমূলক কাজে স্থানীয় মানুষের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে বলেই সাফ জানিয়ে দিয়েছেন নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর