ডায়মন্ডহারবারে পাওয়া গেল বিরল ‘কুমীর মাছ’, জীবন্ত জীবাশ্ম দেখে হতবাক সবাই

বাংলাহান্ট ডেস্কঃ খালের জলে দেখা মিলল ‘কুমীর মাছের’। লেনিননগরের ঘাটে ডায়মন্ডহারবারের (diamond harbour) খালে দেখা মিলিল এই বিরল প্রজাতির অ্যালিগেটর গার (alligator gar) অর্থাৎ ‘কুমীর মাছের’। সকাল সকাল এই ‘জীবন্ত জীবাশ্ম’ দেখতে খালের ধারে ভিড় জমান বাচ্চা থেকে বুড়ো সকলেই।

এই মাছ দেখতে অনেকটা কুমীরাকৃতির হয়ে থাকে। আর জলের মধ্যে থাকা ছোট ছোট মাছ খায় বলে, একে কুমীর মাছ বলা হয়ে থাকে। এর আঁশ খুবই শক্ত আর দাঁত অনেক হয় এবং বেশ শক্তও হয়। তবে এটি কিভাবে ডায়মন্ডহারবারের খালে পাওয়া গেল, তা নিয়ে চিন্তায় রয়েছে এলাকাবাসী।

351836 9c1a8a80 4fde 403d be2b c3b229bb8eaa

অনেকের মতে, এই খাল নদীর সঙ্গে যুক্ত রয়েছে। সেই কারণে কোন নদী থেকে হয়ত এই ‘জীবন্ত জীবাশ্ম’ এখানে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। এই অদ্ভুত কুমীর মাছ দেখে অনেকেই এটিকে ক্যামেরা বন্দিও করে নিয়েছেন।

এই মাছকে ‘জীবন্ত জীবাশ্ম’ বলার কারণ হচ্ছে, পৃথিবীতে জন্ম নেওয়া এমন অনেক প্রাণী রয়েছে, যারা সুদূর অতীতে জন্ম নিলেও, এখনও সেই একই ভাবে আজকের দিনেও বর্তমান রয়েছে। কোন বিবর্তনের ধারা লক্ষ্য করা যায়নি তাঁদের মধ্যে। তাঁদের সমসাময়িক প্রাণীরা বিলুপ্ত হয়ে গেলেও, তাঁদের এখনও এই পৃথিবীতে দেখা যায়।

351837 806f916c 1f22 4120 86fe bb08477a733d

সেই সকল কিছু প্রাণীদের মধ্যে এই অ্যালিগেটর গার হচ্ছে অন্যতম। সেই কারণেই এই কুমীর মাছকে ‘জীবন্ত জীবাশ্ম’ বলা হয়। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এখনও অবধি অ্যালিগেটর গারের যেসমস্ত ফসিল খুঁজে পাওয়া গিয়েছে, সেগুলোর বয়স প্রায় ১০ কোটি বছর।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর