বাবার ‘পুষ্পা’ নয়, বাংলার ‘কাঁচা বাদাম’এ নাচল আল্লু অর্জুনের মেয়ে! ভাইরাল হল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে ‘পুষ্পা’র (pushpa) সুপারহিট গানে। তারকা থেকে আমজনতা কেউ বাদ নেই পুষ্পার হিট গান বা সংলাপে রিল ভিডিও বানাতে। তবে পুষ্পার সঙ্গে কাঁটায় কাঁটায় টক্কর দিয়ে চলেছে ভুবন বাদ‍্যকরের ‘কাঁচা বাদাম’ (kacha badam)। দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে কাঁচা বাদামের সুর। এবার স্বয়ং ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুনের (allu arjun) মেয়ে নাচল ‘কাঁচা বাদাম’ (kacha badam) এর সুরে।

ঘরের পোশাকে ট্রেন্ডিং নাচের স্টেপ মিলিয়ে কোমর দোলাতে দেখা গিয়েছে আল্লু অর্জুনের ছোট্ট মেয়ে আল্লু আরহাকে (allu arha)। মেয়ের নাচের ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। ক‍্যাপশনে লিখেছেন, ‘আমার ছোট্ট বাদাম আরহা’। ইতিমধ‍্যে ২৩ লক্ষ লাইক পেয়ে গিয়েছে ভিডিওটি।

IMG 20220210 145946
কিছুদিন আগেই আল্লু অর্জুন কন‍্যার একটি ছবি দারুন ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। ছোট্ট আরহা তাঁর কাছে রাজকন‍্যার সমান। আর মেয়েও বাবার খুব ন‍্যাওটা। তাই দীর্ঘদিন পর অভিনেতা বাড়ি ফিরতেই তাঁকে স্বাগত জানানোর জন‍্য দারুন আয়োজন করেছিল মিষ্টি আরহা। আপ্লুত আল্লু সেই ছবি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন।

১৬ দিন পর নিজের বাড়িতে ফেরেন আল্লু অর্জুন। এতদিন দুবাইতে ছিলেন তিনি। বাবাকে স্বাগত জানানোর জন‍্য ফুলের পাপড়ি দিয়ে ছোট্ট আরহা লিখেছে, ‘ওয়েলকাম নানা’। ছবিটি শেয়ার করে আল্লু লিখেছেন, ‘সবথেকে মিষ্টি ওয়েলকাম। ১৬ দিন বিদেশে থাকার পর।’

https://www.instagram.com/reel/CZwosAoFnqh/?utm_medium=copy_link

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, এতদিন ধরে দুবাইতেই ছিলেন আল্লু অর্জুন। সোশ‍্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছিলেন তিনি। যদিও কাজের জন‍্য এতদিন দেশের বাইরে ছিলেন তিনি নাকি পুষ্পার সাফল‍্য উদযাপন করছিলেন তা জানা যায়নি।

প্রসঙ্গত, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আল্লুর জনপ্রিয়তা আগে থেকেই ছিল। এমনকি সর্বভারতীয় স্তরেও তিনি যথেষ্ট পরিচিত। কিন্তু ‘পুষ্পা’ সমস্ত হিসেব নিকেশ বদলে দিয়েছে। বলিউডের তাবড় প্রথম সারির তারকাদের টেক্কা দিয়েছেন আল্লু। করোনা পরিস্থিতির মধ‍্যেও ৩০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গিয়েছে পুষ্পা। শুধু কি অভিনয়? ছবিতে আল্লুর নাচের স্টেপগুলিও জনপ্রিয় হয়েছে। নাচ থেকে শুরু করে সংলাপ, পুষ্পা জ্বরে কাবু গোটা ভারত।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর