এবার করোনা তাড়াতে বাজারে এলো গো মূত্র এবং গঙ্গাজলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার

করোনা ভাইরাসে (Corona Virus) আক্রন্ত হয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩ হাজার এবং আক্রান্তের সংখ্যা ১০ লক্ষরেও বেশি মানুষ। চীনের  হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে এই রোগ সমগ্র বিশ্বকে গ্রাস করে ফেলেছে। ভারতেও (India) এর প্রভাব দেখা দিয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ জন।ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জন। এর মধ্যে ৩ বছর বয়সী এক শিশুও রয়েছে।

COVID-19 এ আক্রান্ত এই বালক কেরালার বাসিন্দা। গত ৭ ই মার্চ ইতালি থেকে আগত বিমানে বাবা মায়ের সঙ্গে ভারতে আসে এই শিশুটি। ভারতের কোচিন ইন্টারন্যাশানাল এয়ারপোর্টে নেমে তাদের প্রাথমিক চিকিতসায় এই ভাইরাস ধরা পড়ে ওই শিশুর দেহে। বাবা মায়ের সঙ্গে হাসপাতলে পর্যবেক্ষণের জন্য পাঠানো হয় শিশুটিকে। তবে শিশুটির বর্তমান অবস্থা স্থিতিশীল।আর এই ভাইরাসের জেরে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানের নাগরিকদের ভিসা ৩রা মার্চ বাতিল করা হয়েছে।dt 200121 coronavirus 800x450পাশাপাশি জানানো হয়েছে যারা বাধ্য শুধুমাত্র তাদের জন্যই ভিসার আবেদন গ্রহণযোগ্য। আবার, চীনের যেসব নাগরিকরা ৫ ফেব্রুয়ারি ভারত আসার জন্য ভিসা অ্যাপ্লাই  করেছিলেন তাদেরও ভিসা  বাতিল করা হয়েছিল।করোনা ভাইরাসের হাত থেকে রেহাই দেওয়ার জন্য সরকার পক্ষ থেকে ব্যপকভাবে প্রচার চালানো হচ্ছে।কিন্তু তা কনোভাবেই রোখা সম্ভব হচ্ছে না। করোনা আতঙ্কে ৭০ হাজার বন্দিকে ছেড়ে দিতে বাধ্য হ‍্যেছে ইরান।

আর করোনা থেকে মুক্তি পেতে এখন  অ্যামাজনে পাওয়া যাচ্ছে, কাউপ্যাথি স্যানিটাইজার। দেশীয় গরু মূত্র থেকে তৈরি হয়েছে এই স্যানিটাইজার। প্রস্রাবের গন্ধ এড়াতে এটি সুগন্ধযুক্ত প্রয়োজনীয় তেল এবং গঙ্গার জল মিশ্রিত করে বানানো হচ্ছে। আর এটি অ্যালকোহল মুক্ত এবং এটি সবার হাতকে মসৃণ এবং পুষ্ট রাখে। আর এই ভাইরাস থেকে মুক্তি মেলার জন্য এখন  কাওপ্যাথিও গোবর সাবান বিক্রি করছে অ্যামাজন, এভাবে করোনা থেকে মুক্তি পাওয়ার রাস্তা বার করা হচ্ছে।

 

সম্পর্কিত খবর