আম্বানির বাড়িতে গণেশ মুখোমুখি প্রাক্তনরা! সলমনের সাথে থাকা এই তরুণীর পরিচয় জানেন?

বাংলা হান্ট ডেস্ক : আম্বানির (Mukesh Ambani) বাড়ির গণেশ পুজো (Ganesh Puja) সারা মুম্বাইতেই বেশ বিখ্যাত। সেখানে আবার পুজোর সাথে সাথে বসে চাঁদের হাট! গণপতি বাপ্পার বন্দনায় হাজির বলিপাড়া থেকে ক্রিকেট দুনিয়ার সমস্ত তারকারা। ক্যামেরায় ধরা পড়লেন সলমন খান (Salman Khan) থেকে আলিয়া ভাট, ঐশ্বর্য রায় (Aishwarya Rai Bachchan) থেকে দীপিকা পাড়ুকোন, শচীন থেকে কেএল রাহুল সব্বাই। কিন্তু কার সাজ কেমন ছিল এবং সাজুগুজুতে বাকিদের থেকে কে এগিয়ে ছিলেন? চলুন আজ দেখে নেওয়া যাক।

এদিন অনুষ্ঠানে রং মিলান্তি অফ হোয়াইট পোশাকে ধরা দেন ভিকি কৌশল এবং করণ জোহর। তবে ক্যাটরিনাকে দেখতে না পেয়ে বহু ভক্তই বেশ দুঃখ পেয়েছেন। অনুষ্ঠানের আরেক অতিথি রেখা বুঝিয়ে দিলেন বয়স এখনো তার শাসনের অধীনে। পুঁচকি অভিনেত্রীরা তার রূপ-জৌলুসের সামনে নেহাতই শিশু। মেরুন রঙের শাড়ি, মাথায় মাঙ্গটিকা এবং হাতে সোনালি বটুয়া নিয়ে এসেছিলেন রেখা।

অনুষ্ঠানে আবার পুরনো জোড়ি সলমন খান আর ঐশ্বর্য রাইকেও দেখা গেল। দুজনে অবশ্য আলাদা আলাদা এসেছিলেন। মেয়ে আরাধ্যাকে সাথে নিয়ে ঐশ্বর্য এলেন। দুজনেরই পরনে ছিল পাটিয়ালা সালোয়ার স্যুট। অন্যদিকে সলমন খান পৌঁছেছিলেন তার ভাগ্নির সাথে। সলমনের বোন আলভিরা খানের মেয়ে খুদে সুন্দরীর নাম আলিজে অগ্নিহোত্রি।

মেরুন শিফন শাড়িতে দেখা গেল অনন্যা পাণ্ডেকে। জাহ্নবী এবারেও বেশ স্নিগ্ধ, সাজে এসেছিলেন। নিয়ন প্যাস্টেল শেডের অরগ্যাঞ্জা শাড়ি পরে এসেছিলেন নায়িকা। জিনিলিয়াকে সাথে নিয়ে হাজির হন রীতেশ দেশমুখ। এদিকে শাহরুখ খান সপরিবারে এলেও দেখা মেলেনি আরিয়ানের। গৌরি এবং শাহরুখ আসেন মেয়ে সুহানা ও ছোট পুত্র আব্রামকে নিয়ে।

 

দীপিকা রণবীর সিং এবারেও রং মিলান্তি পোশাকে হাজির হন। দীপিকার জামার রঙের সঙ্গে ম্যাচ করে গলায় ওড়ানা নিয়েছিলেন রণবীর। অন্যদিকে পিছিয়ে নেই কিয়ারা আডবানি-সিদ্ধার্থ মলহোত্রার জুটিও। উল্লেখ্য, শুধু বলিউড নয় ক্রিকেট দুনিয়ার বিখ্যাত তারকারাও হাজির হন অনুষ্ঠানে। বউ আথিয়া শেট্টি ও শালা আহান শেট্টির সঙ্গে আসেন কেএল রাহুল। সপরিবারে দেখা দেন সচিন তেন্ডুলকর।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর