বড় ধাক্কা খেলো মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ, ভাঙতে চলেছে বড় স্বপ্ন

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani) 2019 সালের 10 আগস্ট ঘোষণা করেছিলেন, রিলায়েন্স গ্রুপ সৌদি আরবিয়া কোম্পানি আরামকোর (aramco) কাছে তেল শোধনাগার এবং পেট্রোকেমিক্যাল ব্যবসার 20% শেয়ার বিক্রি করতে চলেছে। কিন্তু সেই ঘোষণার প্রায় তিন বছর কেটে গিয়েছে, এবার রিলায়েন্স গ্রুপের (Relience Group) তরফ থেকে জানানো হলো বিভিন্ন নিষেধাজ্ঞার কারণেই এতদিন এ বিষয়ে কোনও কথা এগোয়নি।

তবে এবার শেয়ার বিক্রির বিষয়টি পুনর্মূল্যায়ন করছে রিলায়েন্স গ্রুপ। জানানো হয়েছে, এই চুক্তির সম্পূর্ণ মূল্যায়ন ১৫ বিলিয়ান ডলার। একইসঙ্গে আরামকো এবং রিলায়েন্স গ্রুপ মিলে অপ্রচলিত শক্তির ক্ষেত্রে বড় বিনিয়োগ করতে পারে বলেও জানা গিয়েছে। একইসঙ্গে আরামকোর জন্য নতুন সময়সীমাও ঘোষণা করা হয়েছে। একই সময়ে আবার রিলায়েন্স o2c থেকে ব্যবসার বিচ্ছিন্নকরণের জন্য জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালের কাছে করা আবেদনটি প্রত্যাহার করারও সিদ্ধান্ত নিয়েছে।

অনেকেই এ বিষয়ে সন্দিহান যে আরামকো যদি সত্যিই রিলায়েন্সের সঙ্গে নতুন ব্যবসার ক্ষেত্রে আগ্রহী হয়ে থাকে তাহলে রিলায়েন্স এই আবেদন ফিরিয়ে নিচ্ছে কেন। একই সময় আম্বানি এও জানিয়েছেন যে আরামকোর সাথে এই চুক্তিটির কাজ এই বছরের শেষের দিকে শেষ হয়ে যাবে।

Nokia launches cheap smartphone to beat Mukesh Ambani's Jio

এখন জুন মাস থেকে ঠিক কি পরিবর্তন ঘটেছে এবং কেন এই পূর্নমূল্যায়নের প্রয়োজন হল তা অনেকেই অনুধাবন করতে পারছেন না। নতুন শক্তি সংক্রান্ত ব্যবসা RIL-এর একটি পৃথক সহায়ক সংস্থার অধীনে রয়েছে, তাই এটি কীভাবে অন্য ক্ষেত্রগুলিকে প্রভাবিত করছে তাও স্পষ্ট নয়। অর্থাৎ আরামকো আদৌ নতুন বিনিয়োগে আগ্রহী কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর