fbpx
ছবিটাইমলাইনবিনোদন

ভেজা শরীর থেকে গড়িয়ে নামছে জল, ভাইরাল আমিশার বিকিনি ভিডিও

বাংলাহান্ট ডেস্ক:  নব্বইয়ের দশকে সুপারহিট নায়িকাদের মধ্যে অবধারিত ভাবে আসবে আমিশা পটেলের (ameesha patel) নাম। কহোনা পেয়ার হ্যায় ছবিতে হৃতিক রোশনের বিপরীতে তাঁর অভিনয় সকলেরই মনে গেঁথে গিয়েছে। তবে দীর্ঘদিন অভিনয় থেকে বিরতি নিয়েছেন আমিশা। কিন্তু সিনেপ্রেমীরা এখনও ভুলতে পারেনি এই অভিনেত্রীকে।
বা বলা ভাল আমিশা ভুলতে দেননি। অভিনয় জগৎকে বিদায় জানালেও সোশ্যাল মিডিয়াকে দিব্যি আপন করে নিয়েছেন তিনি। নেটদুনিয়ায় খুবই সক্রিয় থাকেন আমিশা। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে উঁকি মারলে ভালই স্পষ্ট হবে এই কথা। মাঝে মাঝেই সোশ্যাল হ্যান্ডেলে নানা ছবি, ভিডিও শেয়ার করেন আমিশা। নতুন ফটোশুট করলে সেই সব ছবিও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।


তবে এই মুহূর্তে আমিশার একটি পুরোনো ভিডিও ঘুরপাক খাচ্ছে সোশ‍্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে বিকিনি পরে সুইমিং পুলের জল থেকে উঠে আসছেন আমিশা। ক‍্যাপশনে তিনি লিখেছেন, সুইমিংকে বেশ মিস করছেন। বলা বাহুল্য ভিডিওটি শেয়ার হতে হতে ফের তুমুল ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

 

অনুরাগীরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আমিশাকে। একের পর এক লাইক ও কমেন্টে ভরে গিয়েছে আমিশার ইনস্টা পোস্ট। ৪৩ এও আমিশাকে এত ফিট দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, কহোনা পেয়ার হ্যায় ছাড়াও বেশ কয়েকটি হিট ছবি রয়েছে আমিশার ঝুলিতে। তার মধ্যে রয়েছে গদর এক প্রেম কথা, ইয়ে হ্যায় জলবা, কেয়া ইয়েহি পেয়ার হ্যায় এর মতো ছবি। হৃতিক রোশন, সানি দেওল, সলমনের খানের মতো অভিনেতার বিপরীতেও অভিনয় করতে দেখা গিয়েছে আমিশাকে। বেশ সুপারহিট হয়েছিল সেইসব ছবি।

Back to top button
Close
Close