সন্দেশখালি নিয়ে তপ্ত আবহে রাজ্যে আসছেন মোদী-শাহ, সভা সেই উত্তর ২৪ পরগনাতেই

বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Vote)। তার আগে সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে উত্তপ্ত রাজ্য। এখনও জ্বলছে আগুন। সন্দেশখালিতে মহিলা নির্যাতনের ঘটনা এখন বাংলার সীমানা ছাড়িয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এই আবহেই এবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বারাসতে সভা করতে পারেন নমো।

জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারী মাসের ২৯ তারিখ রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওদিকে মার্চের গোড়াতেই বাংলায় পা রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালি নিয়ে উত্তপ্ত আবহে মোদী-শাহের বঙ্গ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে কড়া হচ্ছে।

দলীয় সূত্রে খবর, আগামী ৬ মার্চ রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গত তিন সপ্তাহ ধরে বাংলার হটস্পট সন্দেশখালি। স্থানীয় তৃণমূল নেতাদের (TMC Leaders) বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে রাস্তায় নেমে পড়েন সন্দেশখালির মহিলারা। চলতি মাসের শুরুতেও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মা-বোনেরা। তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা।

মহিলাদের অভিযোগ, শেখ শাহাজাহান, শিবু, উত্তমদের মত গুন্ডাদের অত্যাচারে দেওয়ালে পিঠ ঠেকেছে তাদের। বিস্ফোরক অভিযোগ তুলে মহিলারা বলেন, ওরা মেয়েদের কোনও সম্মান দেয়নি। মেয়েদের শেষ করে ফেলেছে। রাত সাড়ে দশটার সময়ে মেয়েদেরকে উঠিয়ে আনত পার্টি অফিসে। নারী নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ সন্দেশখালিতে। জারি রয়েছে ১৪৪ ধারা।

modi shah

প্রকাশ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মহিলাদের ধর্ষণ, নির্যাতনের মত অভিযোগ উঠতেই আসরে নেমেছে বিরোধীরা। অভিযুক্তদের শাস্তি চেয়ে তৃণমূলের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে সিপিএম, বিজেপি, কংগ্রেস। ওদিকে সবটাই রাম-বামের ষড়যন্ত্র বলে অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সন্দেশখালির মহিলা নির্যাতনের অভিযোগে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা-বিপরীত ঘূর্ণাবর্তে সোমবার থেকেই খেল শুরু! ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়

মহিলাদের কথা শুনতে সন্দেশখালি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, জাতীয় মহিলা সুরক্ষা কমিশন। এরই মধ্যে এক সপ্তাহের ব্যবধানে রাজ্যে শাহ এবং মোদীর সফর যে বিশেষ তাত্‍পর্যপূর্ণ হতে চলেছে সেই নিয়ে কোনও দ্বিমত নেই ওয়াকিবহাল মহলে। লোকসভা ভোটের আগে এখন হাতে মাত্র দেড় মাস সময়। এই অবহে মোদীর বঙ্গ সফর ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর