কলকাতায় থেকেই মদ-সিগারেটে আসক্তি, নেশার জীবন থেকে মুক্তি কীভাবে পেলেন অমিতাভ?

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র জগতের সবথেকে বর্ষীয়ান অভিনেতাদের মধ্যে একজন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ৫০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবনের বিভিন্ন ঘটনা অন্যান্য অভিনেতা এবং আমজনতার কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে। তিনি নিজেও ব্যক্তি জীবনের বেশ কিছু অজানা ঘটনা শেয়ার করতে থাকেন নিজের অসংখ্য অনুরাগীদের সঙ্গে।

অনেকেই জানেন, নিজস্ব ব্লগ চ্যানেল রয়েছে অমিতাভের। সেখানে বিভিন্ন বিষয়ে মনের কথা তুলে ধরেন তিনি। সাম্প্রতিক ব্লগে মদ এবং ধূমপানের অভ্যাস ছাড়ার কথা জানিয়েছেন বিগ বি। তিনি জানিয়েছেন, অভিনয়ে পা রাখার আগে কলকাতায় চাকরি করার সময়ে টুকটাক মদ্যপান করতেন তিনি।

amitabh bachchan cooking

তবে সেটা ছিল কখনো কখনো। কোনো উপলক্ষ থাকলে তবেই মদ্যপান করতেন অমিতাভ। কিন্তু এই করতে গিয়ে নেশা ধরে গিয়েছিল তাঁর। তখন জোর করেই মদ্যপান ছেড়ে দেন তিনি। তেমন ভাবেই এক সময়ে ধূমপানেরও তীব্র নেশা ছিল তাঁর। তিনি কীভাবে নেশা ছাড়লেন সেকথা বলতে গিয়ে বিগ বি পরামর্শ দেন, ধূমপানের সময়েই সিগারেট টেনে ফেলে দিতে। ক্যানসারকে একবারেই বিদায় করা ভাল।

বহু বছর হয়ে গিয়েছে মদ, সিগারেটে হাত দেন না অমিতাভ। ৮০ বছরে পা রেখেছেন তিনি। এখনো দিব্যি সিনেমায় অভিনয় করছেন। শুধু তাই নয়, রীতিমতো স্টান্টও করছেন। এই করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন অমিতাভ। আপাতত একটা লম্বা বিশ্রামে রয়েছেন তিনি। অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিলেও চলছে ব্লগ লেখা।

আগামীতে প্রোজেক্ট কে ছবিতে দেখা যাবে বিগ বিকে। এই ছবির শুটিংয়ের সময়েই আহত হন তিনি। ছবিতে অমিতাভ ছাড়াও রয়েছেন দীপিকা পাডুকোন এবং প্রভাস। চোট সারিয়ে উঠে কবে আবার কাজে ফিরতে পারবেন অমিতাভ সেটাই জানার অপেক্ষায় রয়েছেন সকলে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর