বড় মনে টাকা ধার দিতেন আমজাদ খান, ‘গব্বর’এর মৃত‍্যুর পর একটা পয়সাও ঠেকায়নি বেইমান প্রযোজকরা!

বাংলাহান্ট ডেস্ক: গব্বর সিং (Gabbar Singh), বহুদূরের গ্রামেও বাচ্চারা ভয় পেত নামটা শুনেই। ‘শোলে’ ছবির আইকনিক চরিত্র। ফিল্ম বিশেষজ্ঞরা বলেন, অমন চরিত্র এবং অভিনেতা লাখে একটা হয়। সেই আমজাদ খানের (Amzad Khan) সঙ্গেও বেইমানি করেছিল বলিউড প্রযোজকরা। অভিনেতার মৃত‍্যুর পর একটা পয়সাও ফেরত দেয়নি তাঁরা।

ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতাদের মধ‍্যে একজন আমজাদ খান। বহু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু আইকনিক হয়ে রয়ে গিয়েছে ‘শোলে’র গব্বর সিং চরিত্রটি। কুখ‍্যাত ডাকাত গব্বর সিংয়ের চলন বলন, সংলাপ এত বছর পরেও একই রকম জনপ্রিয়।

sholay gabbar singh 1200
কথায় বলে, অভিনেতা অভিনেত্রীরা পর্দায় একরকম আর বাস্তব জীবনে আরেক রকম। আমজাদ খান ছিলেন ঠিক তেমনটাই। পর্দায় নিষ্ঠুর ডাকাতের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তিনি ছিলেন দিল দরিয়া মানুষ। কারোর কষ্টের কথা শুনলে ঠিক থাকতে পারতেন না।

সম্প্রতি অভিনেতার ছেলে শাদাব খান সংবাদ মাধ‍্যমকে জানান, বাবার এই স্বভাবের সুযোগ নিয়ে সব টাকা লুটেপুটে নিয়েছিল প্রযোজকরা। আমজাদের কাছে এসে কেউ দু ফোঁটা চোখের জল ফেললেই তাকে সাহায‍্য করার জন‍্য দু হাত উপুড় করে দিতেন বর্ষীয়ান অভিনেতা।

তিনি নিজেও বুঝতেন যে তাঁর এই ভালো মানুষির সুযোগ নেওয়া হত। কিন্তু সাহায‍্য করার স্বভাব পালটাননি তিনি‌। শাদাব জানান, নিজের সমস্ত টাকা ব‍্যাঙ্কে না রেখে বন্ধুবান্ধবদের কাছে গচ্ছিত রাখতেন তাঁর বাবা। কিন্তু মাত্র ৫১ বছর বয়সে যখন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা, তখন মাত্র কয়েকজন এগিয়ে এসেছিলেন টাকা নিয়ে।

শাদাব জানান, ১.২৫ কোটি টাকা গচ্ছিত রেখেছিলেন আমজাদ খান। তাঁর মৃত‍্যুর পর মাত্র কয়েক জন ছাড়া কেউ আসেনি টাকা নিয়ে। বেমালুম হাপিস হয়ে যায় অতগুলো টাকা! এত বড় মাপের অভিনেতা হয়েও আমজাদের মৃত‍্যুর পর চরম আর্থিক দুর্দশা ঘিরে ধরেছিল তাঁর পরিবারকে।

শেষমেষ অন্ধকার জগতের এক গ‍্যাংস্টার এগিয়ে আসেন আমজাদের পরিবারকে সাহায‍্য করতে। শাদাব জানান, ওই গ‍্যাংস্টার কথা দিয়েছিলেন মাত্র তিন দিনে সব টাকা তিনি তুলে দেবেন অভিনেতার পরিবারের হাতে। কিন্তু সে প্রস্তাব প্রত‍্যাখ‍্যান করেন আমজাদের স্ত্রী। অন্ধকার জগতের থেকে একটা পয়সাও কখনো নেননি পর্দার গব্বর সিং। আর তাঁর মৃত‍্যুর পর তাঁরই পরিবারের লোকেরা গ‍্যা‌ংস্টারের সাহায‍্য নেবে! কখনো না।

শোলে ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চনও। কিন্তু আমজাদের মৃত‍্যুর পর তাঁর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না শাদাবের। তবে নিজের বই প্রকাশ অনুষ্ঠানে তিনি জিজ্ঞাসা করেছিলেন বিগ বিকে, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কিনা। সহকর্মীর ছেলের অনুরোধ রেখেছিলেন অমিতাভ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর