লোভ সামলাতে না পেরে শুঁড় দিয়ে তুলে নিল মহিলার টুপি! মজাদার হাতির ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

   

বাংলাহান্ট ডেস্কঃ জঙ্গলে বেড়াতে গিয়ে অনেকই বন্য পশু পাখিদের সঙ্গে ছবি, ভিডিও তোলেন। অনেক সময় সেইসব ভিডিও ভাইরালও (video viral) হয়ে যায় স্যোশাল মিডিয়ায়। মোবাইল স্ক্রীনে সেইসব ভিডিও দেখে কতই না আনন্দ উপভোগ করনে ফোনের এপ্রান্তে থাকা মানুষটি।

সম্প্রতি নেটদুনিয়ায় এক জঙ্গল সফরের একটি ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকহারে। যেখানে দেখা যায় জঙ্গল সফরে গিয়ে এক মহিলা একটি হাতির সঙ্গে ছবি তুলছেন। বেশ খোশমেজাজেই তিনি ক্যামেরাম্যানকে উদ্দেশ্য করে নানারকম পোজ দিচ্ছিলেন।

https://twitter.com/RexChapman/status/1359612394796908544

আচমকাই পেছনে থাকা হাতিটি মহিলার মাথায় থাকা টুপিটি শুঁড়ের সাহায্যে সুকৌশলে মহিলার মাথা থেকে খুলে নিয়ে নিজের মুখের মধ্যে পুড়ে দেয়। টুপি নিয়ে নেওয়ায় মহিলাটি প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও, এক মুহূর্তের জন্যও হাসি কিন্তু বিলীন হয়নি তাঁর মুখ থেকে। ব্যাপারটা তিনিও বেশ উপভোগ করেন।

পরবর্তীতে হাতির দিকে তাকিয়ে হাসিমুখেই যেন তিনি অনুরোধ করলেন তাঁর টুপিটা ফিরিয়ে দিতে। ঠিক কয়েক সেকেন্ড পরই হাতিটি শান্তভাবেই ওই মহিলাকে তাঁর টুপি ফিরিয়ে দেন। নেটদুনিয়ায় এই মিষ্টি খুনসুটির ভিডিও শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান এই ভিডিওটি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেন। ক্যাপশনে লেখেন, ‘Timeline cleanser: একটি হাতি এক ভদ্রমহিলার সঙ্গে মজা করছে। খুবই সুন্দর’।

ইতিমধ্যেই ভিডিওটি দেখে নিয়েছেন প্রায় ৯ লক্ষ মানুষ। সেইসঙ্গে লাইক দিয়েছেন প্রায় ২০ হাজার নেট নাগরিক এবং শেয়ার করে নিয়েছেন প্রায় ৪ হাজার নেটিজন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর