হরিয়ানায় মাটি খুঁড়ে আবিষ্কার হরপ্পা সভ্যতার নরনারীর কঙ্কাল

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের হরিয়ানার (hariyana) রাখেরাহি প্রত্নস্থল থেকে সম্প্রতি হরপ্পা সভ্যতার (sindh civilisation) দুটি মানব কঙ্কাল আবিষ্কার করেছেন পুনে ও দক্ষিণ কোরিয়ার এক দল প্রত্নগবেষক। মাটির ৫০ সেন্টিমিটার গভীর থেকে এই দুই কঙ্কাল আবিষ্কার করেছেন তারা৷ তাদের হাত দুটি প্রসারিত ছিল। গবেষকদের অনুমান নারী পুরুষটি সম্ভবত দপ্ততি ছিল।

জানা যাচ্ছে, পুরুষ ব্যক্তিটির মৃত্যুকালে বয়স ছিল ৩৫ বছরের আসেপাশে। মহিলাটির বয়স আনুমানিক ২২৷ তারা সম্পূর্ণ স্বাভাবিক ভাবে মারা গিয়েছিল। তাদের দেহে কোনো ক্ষত চিহ্ন মেলে নি। কঙ্কাল দুটি প্রায় সাড়ে চার হাজার বছর আগেকার। পুরুষটি লম্বায় ৫ ফুট ৬ ইঞ্চি এবং মহিলাটি লম্বায় ৫ ফুট ২ ইঞ্চি।

IMG 20200613 WA0084

রাখিগারী, ভারতের হরিয়ানা রাজ্যের হিশার জেলার একটি গ্রাম, দিল্লির উত্তর-পশ্চিমে 150 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে প্রাক-সিন্ধু উপত্যকা সভ্যতার বসতি স্থাপন প্রায় ৬৫০০ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। পরবর্তীকালে, এটি খ্রিস্টপূর্ব ২00০০-১০০০০-এর পূর্ববর্তী সিন্ধু উপত্যকার সভ্যতারও একটি অংশ ছিল। প্রত্নতাত্ত্বিক সাইটটি সরস্বতী নদীর সমতলে, ঘাগড় নদী থেকে প্রায় ২ কিমি দূরে অবস্থিত।

সিন্ধু সভ্যতার মূল নিহিত রয়েছে ৬০০০ খ্রিষ্টপূর্বাব্দের মেহেরগড় সভ্যতার মধ্যে। পাঞ্জাব ও সিন্ধ অঞ্চলের সিন্ধু নদ উপত্যকায় ২৬০০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ সিন্ধু সভ্যতার শ্রেষ্ঠ দু’টি শহর হড়প্পা ও মহেঞ্জোদাড়ো গড়ে ওঠে। এই সভ্যতায় লিখন ব্যবস্থা, নগরকেন্দ্র, সামাজিক ও অর্থনৈতিক বৈচিত্র্যের অস্তিত্ব ছিল। ১৯২০-এর দশকে সিন্ধের সুক্কুরের কাছে মহেঞ্জোদাড়োয় এবং লাহোরের দক্ষিণে পশ্চিম পাঞ্জাবের হরপ্পায় খননকার্য চালিয়ে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়।

ভারতেও পূর্ব পাঞ্জাবের হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে গুজরাত পর্যন্ত এই সভ্যতার একাধিক কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। পশ্চিমে বালুচিস্তানেও এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। ১৮৫৭ সালে লাহোর-মুলতান রেলপথ নির্মাণের সময় হরপ্পা প্রত্নক্ষেত্রটি ক্ষতিগ্রস্থ হলেও, এখানকার অনেক পুরাদ্রব্যই আবিষ্কার করা সম্ভব হয়েছে।

সম্পর্কিত খবর