ধোনি কিংবা সৌরভ নয়, গম্ভীরের চোখে সেরা অধিনায়ক হলেন অনিল কুম্বলে।

প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর এর মতে সৌরভ গাঙ্গুলী কিংবা মহেন্দ্র সিং ধোনি নয় বরং সেরা অধিনায়ক হলেন অনিল কুম্বলে। গৌতম গম্ভীর বলেন বেশ কয়েকজন অধিনায়ক এর নেতৃত্বে আমি খেলেছি তাদের সবার মধ্যে সেরা অধিনায়ক হলেন অনিল কুম্বলে। সেই সাথে গম্ভীর প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং মহেন্দ্র সিং ধোনির প্রশংসাও করেছেন। গম্ভীরের মতে সৌরভ গাঙ্গুলী হচ্ছেন একজন দারুন দক্ষ দল নায়ক। বিশ্ব ক্রিকেট সৌরভ গাঙ্গুলির মত অধিনায়ক খুব কমই দেখেছে অপরদিকে ধোনি ভারত অধিনায়ক হিসেবে যে রেকর্ড গুলি করেছে সেগুলো প্রশংসনীয়। কিন্তু গম্ভীর জানিয়েছেন আমার কাছে সেরা অধিনায়ক হলেন অনিল কুম্বলে।

2026022733ff608f40ce2953d5dedbb96967c8054824b7e30726f325010c8fe494757117f

এইদিন গম্ভীর জানিয়েছেন রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব সামলেছেন অনিল কুম্বলে। কিন্তু খুব বেশি দিন তিনি ভারতীয় দলের অধিনায়কত্ব করেন নি। গম্ভীর জানিয়েছেন আমি অনিল কুম্বলের অধিনায়কত্বে মাত্র ছয়টি টেস্ট ম্যাচ খেলেছি। কিন্তু আমার মতে কুম্বলে যদি ভারতীয় দলে আরও বেশি দিন অধিনায়কত্ব করতো তাহলে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য ভাল হতো।

কুম্বলে ভারতীয় দলকে 14 টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তার মধ্যে মাত্র তিনটি তে জয়লাভ করেছিলেন। ছয়টি হার এবং তিনটি ম্যাচ ড্র হয়েছিল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর