‘আমাদের বলির পাঁঠা করা হচ্ছে, ওসির অর্ডারে গিয়েছিলাম’, বিস্ফোরক দাবি আনিস কাণ্ডে ধৃতদের

বাংলাহান্ট ডেস্ক : পরতে পরতে রহস্য জমে আছে আনিস খান হত্যা মামলায়। তদন্তের জন্য সিট গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল গ্রেপ্তার করা হয়েছে এক হোমগার্ড এবং এক সিভিক ভলেন্টিয়ারকে। সেই দুই ধৃত পুলিশকর্মীকে রীতিমতো বিস্ফোরক অভিযোগ করতে শোনা গেল এবার। তাঁদের দাবি ওসির নির্দেশেই আনিসের বাড়িতে গিয়েছিলেন তাঁরা।

এদিন পুলিশ ভ্যানে থাকা অবস্থাতেই তাঁদের বক্তব্য জানতে চান সাংবাদিকরা। সেখানে পুরো তদন্তের প্রক্রিয়াটিকেই ভুয়ো বলে দাবি করেছেন এক ধৃত। তাঁকে বলতে শোনা যায়, ‘আমাদের গ্রেপ্তার করে আনিস খান হত্যা কাণ্ডের আগুনে জল ঢালা হচ্ছে।’ এরপরই তাঁরা জানান, ‘থানা থেকে ওসির অর্ডারেই আমরা গেছিলাম। আমাদের পাঠানো হয়েছিল।’

গাড়ির ভিতর থেকেই অপর ধৃত পুলিশকর্মী জানান, ‘আমাদের বলির পাঁঠা করা হচ্ছে’। কিন্তু কীভাবে মৃত্যু হল আনিস খানের? সে কি নিজে পড়ে গিয়েছিল নাকি পুলিশ তাকে ধাক্কা দেয়, এই প্রশ্নের উত্তরে অবশ্য অসঙ্গতি স্পষ্ট হয়ে উঠেছে। এর উত্তরে ধৃতরা জানিয়েছেন, ‘আমি ওখানে ছিলাম না। তাই কী হয়েছিল বলতে পারব না।’

এই হত্যা মামলাকে ঘিরে তোলপাড় গোটা বাংলা। সিটকে তদন্তে সাহায্য করতে অস্বীকার করে সিবিআই তদন্ত দাবি করছে আনিসের পরিবার। একই সঙ্গে ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে বামেরা। সিবিআই তদন্তের দাবি নাকচ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে সিবিআই তদন্ত চাইলে পুরো পরিবারকে খুন করার হুমকির অভিযোগও জানিয়েছেন আনিসের দাদা। এহেন রহস্যের জট কীভাবে খুলবে শেষমেষ তাই এখন দেখার।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর