‘মাঝে মাঝে পা হড়কে যায়, তুমি ক্ষমা করে দিও’, ঐন্দ্রিলার সামনে স্বীকারোক্তি অঙ্কুশের

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ায় সব্বার প্রিয় জুটি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। বিগত ১৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন দুজনে। বিয়েটা কবে করবেন সেটা অবশ্য এখনো জানার উপায় নেই। তা নিয়ে কোনো উচ্চবাচ্যও করতে শোনা যায় না তাঁদের। দুজনেই আপাতত ব্যস্ত তাঁদের আসন্ন ছবির প্রচারে। তার ফাঁকে অব্যাহত দুজনের খুনসুটি।

এখন জি বাংলার ডান্স বাংলা ডান্স শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে অঙ্কুশকে। তাঁর হাস্যকর কাণ্ডকারখানার জেরে চড়চড়িয়ে বাড়ছে টিআরপি। কখনো মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে পাল্লা দিয়ে খুনসুটি করেন, কখনো তিন নায়িকা বিচারককে নিয়ে এমন এমন কথা বলেন যে হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার জোগাড় হয় দর্শকদের। আবার কখনো কখনো মজা করে সুন্দরী প্রতিযোগীদের সঙ্গেও খুনসুটি করতে দেখা যায় অঙ্কুশকে।

ankush

তাঁর কাণ্ড দেখে শুভশ্রী মাঝে মাঝেই ভয় দেখান, ঐন্দ্রিলাকে বলে দেবেন বলে। সম্প্রতি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একেবারে হাতের কাছে সুযোগ পেয়ে গেলেন অভিনেত্রী। অনুষ্ঠানে নিজের মাকে নিয়ে এসেছিলেন ঐন্দ্রিলা। বন্ধুর হবু স্ত্রীকে সামনে পেয়ে বন্ধুকে কেস খাওয়ানোর সুযোগ হাতছাড়া করেননি শুভশ্রী।

ডান্স বাংলা ডান্সে অঙ্কুশের কাণ্ডকারখানার ভিডিও চালিয়ে দেন তিনি জায়ান্ট স্ক্রিনে। ব্যস, অভিনেতার মুখ শুকিয়ে এইটুকু। ঐন্দ্রিলা যাতে চটে না যান সেদিক সামলাতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। কাঁচুমাচু মুখে অঙ্কুশের স্বীকারোক্তি, ‘মাঝে মাঝে পা হড়কে যায় আমার। কিন্তু তুমি ক্ষমা করে দিও। ধরা পড়েছি কয়েক বার। তুমি আমার ফোন চেক করেছিলে সেটা ঠিক করোনি। তোমার মন বড়, তুমি ক্ষমা করে দাও’।

এদিকে অভিনেতার কথা শুনে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় দর্শকদের। কোনো রকমে হাসি চেপে দাঁড়িয়ে ঐন্দ্রিলাও। তারপরে অবশ্য শুভশ্রীর কথায় রোম্যান্টিক গানে নাচতে দেখা যায় অঙ্কুশ ঐন্দ্রিলাকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর