শুধু রামকৃষ্ণ-বিবেকানন্দই নয়, মহিলাদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন অমোঘ লীলা! শুনে খাপ্পা হবেন আপনিও

বাংলা হান্ট ডেস্ক: অমোঘ লীলা দাস (Amogh Lila Das) ইসকনের (Iskcon) এই সন্ন্যাসীকে ঘিরে তুঙ্গে বিতর্ক। সম্প্রতি রামকৃষ্ণ (Ramkrishna ) এবং স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) মতাদর্শ নিয়ে এই সাধুর তীর্যক মন্তব্য রীতিমত ঝড় তুলেছে ভক্তমহলে। শোনা যাচ্ছে অমোঘ লীলার এই বক্তব্যের জন্য নিন্দা করে তাকে ১ মাসের জন্য নিভৃতবাসে পাঠালো ইসকন। আর তারমধ্যেই প্রকাশ্যে এসেছে অমোঘ লীলার নতুন এক ভিডিও।

সম্প্রতি তার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মহিলাদের শরীর সম্পর্কে তীর্যক মন্তব্য করেছেন তিনি। যা শোনার পর পুনরায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাম্প্রতিক ক্লিপে দেখা যাচ্ছে, সন্ন্যাসী বলেছেন, মহিলাদের জিমে যাওয়া উচিত নয়। বরং একজন আদর্শ গৃহবধূ হয়ে গৃহস্থালির কাজ শিখতে হবে।

সাম্প্রতিক ভাইরাল এই ভিডিওতে অমোঘ লীলা বলেছেন, “আরে বোন যদি তুই ঘর ঝাড়াঝড়ি করতিস বা ঘর মুছতিস তাহলে তোর কোমর মোটা হতনা।’ ভিডিওতে অমোঘ লীলা দাস আরও বলেছেন, ‘মেয়েদের জন্য ঘর হল নম্বর ১ জিম’। অর্থাৎ অমোঘ লীলা দাসের কথা অনুযায়ী, ঘরের কাজ করলেই মেয়েদের শরীর ফিট থাকবে।

এই ৪৮ সেকেন্ডের ভিডিওতে অমোঘ লীলা চাকরিজীবী মহিলাদেরও কটাক্ষ করেছেন। কি-বোর্ডে টাইপ করার ভঙ্গি দেখিয়ে তিনি বলেন, ‘আমি ল্যাপটপওয়ালি মেয়ে। আর বসে বসে খাম্বা (কোমরের দিকে ইশারা করে)। সাইকেলের টায়ার, বাসের টায়ার আর একদিন ট্র্যাকটরের টায়ার।’

এখানেই শেষ নয়। অমোঘ লীলা মহিলাদের অপমান করে আরও বলেন, ‘বোন যখন তুমি ঘর মুছতে তাহলে তোমার কোমর প্রশস্তই হতনা। ও ট্রেডমিলেও দৌড়াতে থাকে। এই ট্রেডমিলে দৌড়ানোর কী প্রয়োজন? তুমি যেখানে ছিলে সেখানেই থাকবে। ঘর মেয়েদের জন্য নম্বর ওয়ান জিম।’ অমোঘ লীলার এই বক্তব্যের পর রীতিমতো তুলকালাম কান্ড শুরু হয়েছে নেটদুনিয়ায়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর