শারীরিকভাবে ফিট অনুব্রত! তুলে দেওয়া হল ED-র জিম্মায়, অবশেষে দিল্লির পথে ‘বীরভূমের বাঘ’

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ টানাপোড়েন শেষে দোলের দিনই দিল্লির (Delhi) পথে ‘বীরভূমের বাঘ’ তৃণমূলের (Trinamool Congress) অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত কেষ্ট মণ্ডলকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছে ইডি আধিকারিকরা। দীর্ঘক্ষণ স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পর জোকা ইএসআই হাসপাতাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হল বীরভূম তৃণমূল সভাপতিকে।

মঙ্গলবার সকালেই অনুব্রতকে নিয়ে আসানসোল জেল থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে রাজ্য পুলিশ। এরপর আদালতের নির্দেশ মত কলকাতায় পৌঁছে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হয় অনুব্রতর। যদি হাসপাতালে ভর্তি হওয়ার মত অবস্থা না থাকে তবে ইডির হাতে কেষ্টকে তুলে দেওয়া হবে বলেই নির্দেশ ছিল। সেই মতো ফিট সার্টিফিকেট মিলতেই ইডির জিম্মায় অনুব্রত মণ্ডল।

দোলেই দিল্লি যাত্রা অনুব্রতর। ইতিমধ্যেই কেষ্টকে নিয়ে দমদম বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। সন্ধে ৬.৪৫ মিনিটের বিমানে তাকে নিয়ে দিল্লির উদ্দেশে পাড়ি দেবেন তদন্তকারী আধিকারিকরা। অনুব্রতর সাথেই রয়েছেন চিকিৎসক। অন্যদিকে, জোকা হাসপাতাল চত্বরে অনুব্রতকে দেখে দেওয়া হল ‘গরু চোর’ স্লোগান।

anubrata

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকেই অনুব্রতর কলকাতা যাওয়াকে ঘিরে সরগরম ছিল আসানসোল জেল চত্বর। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল সমস্ত জায়গা। রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই এদিন সকাল ৬টা ৫২ নাগাদ আসানসোল জেল থেকে বের করা তিলোত্তমায় নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। তারপরএরপর সেখানে কেন্দ্রীয় হাসপাতাল থেকে কেষ্টর স্বাস্থ্য নিয়ে সবুজ সংকেত মিলতেই রওনা দিল্লির পথে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর