শুধু গরুপাচার নয়, হাওয়ালা কাণ্ডেও জড়িত কেষ্ট! CBI-র চার্জশিটে মাথায় বাজ অনুব্রতর

বাংলা হান্ট ডেস্কঃ অস্বস্তি আরো বাড়ল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। সূত্রের খবর অনুযায়ী, সিবিআইয়ের (CBI) পেশ করার চার্জশিটে অনুব্রত মণ্ডল মামলায় এবার যুক্ত হল হাওয়ালা যোগ। ফলে দুর্নীতির পাশাপাশি এবার হাওয়ালা যোগের মাধ্যমে পরবর্তী সময় অনুব্রত মণ্ডলের ছাড়া পাওয়ার সম্ভাবনা আরও খানিকটা অংশে কমলো বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। এক্ষেত্রে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়ে হাতে গ্রেফতার হন তৃণমূল নেতা। পরবর্তীতে আদালতের নিকট একাধিকবার জামিনের আবেদন করলেও তাতে কর্ণপাত করেননি বিচারপতি। বর্তমানে দুর্নীতি মামলায় হেফাজতে রয়েছেন কেষ্ট আর এর মাঝে এবার উঠে এলো হাওয়ালা যোগ।

সূত্রের খবর অনুযায়ী, সিবিআইয়ের পেশ করা তথ্যে হাওয়ালা যোগ তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে তাদের দাবি, বাংলাদেশ থেকে বহু পরিমাণ টাকা হাওয়ালার মাধ্যমে বাংলার একাধিক নেতা মন্ত্রী এবং পুলিশ ও বিএসএফ অফিসারদের কাছে পৌঁছে যেত।

উল্লেখ্য, সম্প্রতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের ৫৭ দিনের মাথায় আদালতের চার্জশিট পেশ করে তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে ৩৫ পাতার চার্জশিটে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়েছে বলে খবর। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের সরাসরি যোগাযোগ রয়েছে বলে অতীতে একাধিকবার দাবি করে CBI। এক্ষেত্রে তৃণমূল নেতার নামে যে সকল বিপুল পরিমাণ সম্পত্তির হদিস মিলেছে, সেগুলি গরু পাচার দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি তদন্তকারী অফিসারদের আর এর মাঝেই হাওয়ালা যোগ নয়া কোন মোড় সামনে তুলে ধরবে, সে দিকে তাকিয়ে সকলে।

Anubrata Mondal

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসে চলেছে। এক্ষেত্রে অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং আত্মীয়দের নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মেলে। এছাড়াও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে একাধিক কোম্পানি এবং জমির সন্ধান পায় সিবিআই। একজন সাধারণ স্কুলশিক্ষক হয়ে তাঁর কাছে এত বিশাল পরিমাণ অর্থ কিভাবে এলো, তা তদন্ত করছে তারা। এর মাঝেই হাওয়ালা যোগ গোটা বাংলায় শোরগোল সৃষ্টি করবে বলেই মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর