SSKM-এ অনুব্রত! পরবর্তী গন্তব্য নিজাম প্যালেস নাকি আজই হাসপাতালে ভর্তি, জল্পনা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে বর্তমানে একটি প্রশ্ন ক্রমশ ঘোরাফেরা করে চলেছে এবং সেই প্রশ্নের সূত্র ধরেই পুনরায় একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অতীতে একাধিকবার সিবিআই হাজিরা এড়ালেও বর্তমানে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে অনড় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফলে এদিন অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে রওনা দেবেন, নাকি শেষ মুহূর্তে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) তাঁকে ভর্তি নেওয়া হবে, সে বিষয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, বর্তমানে এ প্রসঙ্গে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে খোদ এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ড কর্তৃপক্ষ।

সিবিআইয়ের তরফ থেকে এদিন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তবে এর মাঝেই তৃণমূল নেতার আইনজীবীর তরফ থেকে হাজিরার কেষ্টর উপস্থিত না থাকার বিষয়টি ক্রমশ সামনে আসতে থাকে। এ প্রসঙ্গে অনুব্রতর আইনজীবী জানান, “দাদার শারীরিক অসুস্থতা রয়েছে। সেই কারণে এসএসকেএম হাসপাতালে একটি মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে। সোমবার সেখানে শারীরিক পরীক্ষার জন্য রওনা দেবেন উনি। সিবিআই হয়তো না জেনেই সেদিন ওনাকে তলব করেছে।”

তবে এর মাঝেও জিজ্ঞাসাবাদে অনড় থাকে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এসএসকেএম হাসপাতালে শারীরিক পরীক্ষার পর নিজাম প্যালেসে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে। তবে শেষপর্যন্ত তৃণমূল নেতা আদৌ সিবিআই অফিসে পৌঁছবেন কিনা, সে বিষয়ে একাধিক জল্পনা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এসএসকেএম হাসপাতালে শারীরিক পরীক্ষার উদ্দেশ্যে গতকাল রাতেই কলকাতা এসে পৌঁছান অনুব্রত। গতকাল চিনার পার্কের ফ্ল্যাটে ছিলেন তিনি। এদিন বেলা গড়াতেই এসএসকেএম-এর উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল নেতা। বর্তমানে হাসপাতালে থাকলেও পরবর্তী সময় তাঁকে সেখানে ভর্তি নেওয়া হবে নাকি ছেড়ে দেওয়া হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা মেলেনি। প্রসঙ্গত, অতীতেও একাধিকবার সিবিআই হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল। তবে বর্তমানে তৃণমূল নেতার উপর চাপ ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতেও সম্প্রতি হানা দেয় ইডি। সে সকল সূত্র ধরে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই।

anubrata 10

তবে এর মাঝেই আবার এসএসকেএম হাসপাতাল সূত্র মারফত একটি খবর সামনে উঠে আসছে। বর্তমানে তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি নেওয়ার প্রসঙ্গে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে মেডিকেল বোর্ড। উল্লেখ্য, কয়েক মাস পূর্বে অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতা ধরা পড়ার পরেই এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বর্তমানে সেই বোর্ডের একটি অংশ কেষ্টকে ভর্তি করানোর পক্ষে। আবার অপর একটি অংশের মতে, শারীরিক পরীক্ষা করার পরে তা বিবেচনা করা উচিত। তবে শেষ পর্যন্ত কি হয়, সেদিকে তাকিয়ে সকলে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর