ইচ্ছা ছিল যাওয়ার, তবে হাসপাতালেই এসে জেরা করতে পারে CBI, SSKM থেকে জানালেন অনুব্রত

বাংলাহান্ট ডেস্ক : বুধবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। সেই মতন মঙ্গলবার বীরভূমের বাড়ি থেকে বেরিয়েওছিলেন তিনি। এরপর বুধবার নিজাম প্যালেসে যাওয়ার পথে মাঝরাস্তায় বদলে যায় তাঁর গাড়ির মুখ। বুকে ব্যথা নিয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। এরপরই প্রশ্ন উঠতে থাকে আবারও কি সিবিআই তলব এড়াতে শরীরের দোহাই দিলেন অনুব্রত?

কিন্তু এবার তৃণমূল নেতা নিজেই জানালেন, হাসপাতালে এসেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই কর্তারা। এই মর্মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠিও দিলেন তিনি। বুধবার দুপুরে তাঁর আইনজীবী এই চিঠি পৌঁছে দিয়েছেন নিজাম প্যালেসে।

মঙ্গলবার বিকেল পৌনে চারটে নাগাদ বীরভূমের বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় আসেন তৃণমূল নেতা। রাতটা কাটে চিনারপার্কের বাড়িতে। এরপর বুধবার সকালে বাড়ি থেকে বেরোন তিনি। সকলেই ভেবেছিল নিজাম প্যালেসের উদ্দ্যেশেই তিনি বেরিয়েছেন বুঝি। কিন্তু হঠাৎ মাঝপথে পথ বদলে যায় গাড়ির৷ নিজাম প্যালেসের বদলে গাড়ি পৌঁছায় এসএসকেএম হাসপাতালে।

জানা যাচ্ছে বুধবার সকাল থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন অনুব্রত। সেই কারণেই তাঁকে নিজাম প্যালেসের বদলে সটান এসএসকেএম তে নিয়ে যাওয়া হয়। সেখানে উডবার্ন ওয়ার্ডের ১২ নম্বর কেবিনে আপাতত ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসজনিত সমস্যা না থাকা সত্ত্বেও নাকি তাঁকে আইসিইউতে ভর্তি করে অক্সিজেন দেওয়ার জন্য বায়না করছেন অনুব্রত। যাই হোক, কেষ্টকে ধাওয়া করে এসএসকেএম অবধি পৌঁছায় কি না সিবিআই, সেটাই এখন দেখার। পুরো বিষয়টি ঘিরে যে তুঙ্গে রাজনৈতিক জল্পনা তা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর