জীবনের সবথেকে বড় স্বস্তি, স্ত্রী কিরণ খেরের ক‍্যানসার জয়ের কাহিনি শেয়ার করলেন গর্বিত অনুপম

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের যেসব অভিনেতা অভিনেত্রীরা ক‍্যানসারকে জয় করে জীবনের হাসি হেসেছেন তাদের মধ‍্যে কিরণ খের (Kirron Kher) একজন। গত বছরেই অনুপম খের (Anupam Kher) পত্নির ক‍্যানসার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ‍্যে এসেছিল। কিন্তু জটিল চিকিৎসায় শেষ হাসি হেসেছেন কিরণই। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুপমও।

২০২১ সালে ক‍্যানসারে আক্রান্ত হয়েছিলেন কিরণ। তাঁর অসুস্থতার খবরে রাতারাতি চাঞ্চল‍্য ছড়িয়ে পড়েছিল ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি ‘উঁচাই’ ছবির প্রচারে এসে স্ত্রীর ক‍্যানসার জয়ের কাহিনি শেয়ার করলেন অনুপম। সেই সঙ্গে জানালেন, এটা তাঁর জীবনের সবথেকে বড় খুশির খবর।

anupam kher on kirron kher
কিরণকে ‘ফাইটার’ বলে দাবি করে অনুপম বলেন, আবারো চণ্ডীগড়ে কাজ শুরু করে দিয়েছেন তিনি। একটি রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে ছিলেন তিনি। অভিনেতার কথায়, মানুষের ইচ্ছাশক্তির সামনে সমস্ত বাধা মাথা নোয়াতে বাধ‍্য। হাল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। কিরণ একজন নামী ব‍্যক্তি, অনেকে অনুপ্রেরিত হয় তাঁকে দেখে। তাঁর এই লড়াইও অনেককে অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব‍্য করেন অনুপম।

তবে অভিনেতা স্বীকার করেন, খবরটা শুনে প্রথমে তিনি ভয়ই পেয়ে গিয়েছিলেন। কারণ ‘ক‍্যানসার’ শব্দটাই যথেষ্ট আতঙ্ক ছড়ায় মনে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে। মুম্বইতেই অনেক ভাল চিকিৎসক পেয়েছিলেন কিরণ যারা তাঁকে মারণরোগকে জয় করতে সাহায‍্য করেছে। অনুপম বলেন, এটা কিরণের কাছে সবথেকে বড় জিত ছিল আর তাঁর কাছে সবথেকে বড় স্বস্তি।

বিষয়টা খুব শক্ত মনেই নিয়েছিলেন কিরণ। এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সঠিক চিকিৎসা ছাড়া ক‍্যানসার জয় করার আর কোনো উপায় নেই। কেউই ওই চিকিৎসার যন্ত্রণা সহ‍্য করতে বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মেনে নিতে পারে না। কিন্তু এছাড়া আর কোনো উপায়ই নেই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর