যাদের বউ চলে যায় তাঁদের পরিবার বলে কিছু থাকে না, মোদীকে খোঁচা দিয়ে ট্যুইট অনুরাগের

বাংলা হান্ট ডেস্ক : বরাবরই মোদী সরকারের বিরোধিতা করে কাটখোঁট্টা মন্তব্য করতে পিছপা হননা বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপ। বরাবরই মোদী বিরোধী মন্তব্য করে থাকেন তিনি। কয়েকদিন আগে যদিও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরেধিতা করে পোস্টও করেছিলেন। মাঝে তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। তবে এবার আবারও ট্যুইটে ফিরে এসে মোদীকে খোঁচা দিলেন অনুরাগ। তবে এবার চাঁচাছোলা ভাষায় কটাক্ষের বানে জর্জরিত করে দিলেন তিনি। কিন্তু এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচা দিলেন পরিচালক।anurag kashyap modi kashmir 1 1

এবার ট্যুইটারে মোদীকে উদ্দেশ্য করে অনুরাগ লেখেন, বউ চলে গেলে পরিবার বলে কিছু থাকে না। তাঁদের ভবিষ্যতের অবস্থা কি হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে তিনি মোদীকে উত্তরটি জিজ্ঞাসা করতে বলেন। অর্থাত্ নমোর ব্যক্তিগত জীবনকে অন্যান্যদের সঙ্গে তুলনা করেন তিনি। তবে অনুরাগের এই মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে তাঁকে। কিন্তু এসবে থোরাই কেয়ার করেন তিনি।

উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও মোদীকে লক্ষ্য করে জার্মানির হিটলারের সঙ্গে তুলনা টেনে একটি পোস্ট করেছিলেন অনুরাগ, যার জেরে তাঁকে ট্রোল্ড হতেও হয়েছিল। পরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে অনেক বলিউড সেলেবদের মতো পরিচালক তথা প্রযোজক অনুরাগ মোদী সরকারের বিরুদ্ধে টুইট করেছিলেন আর এ ভাবেই তিনিও সমালোচনার মুখে পড়লেন। তাই তো আচমকাই টুইটারে তার ফ্যান ফলোয়ার্স সংখ্যা অনেকটাই কমে যায়।

এক ধাক্কায় প্রায় পাঁচ লক্ষ ফ্যান ফলোয়ার সংখ্যা নেমে গিয়েছে। কয়েকদিন আগে অনুরাগ কাশ্যপ টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছেন তাঁর পাঁচ লক্ষ চব্বিশ হাজার থেকে ফলোয়ার্স নেমে 75 বাজারে চলে এসেছে। অনুরাগের হঠাত্ করে ফ্যান ফলোয়ার এর সংখ্যা কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা।

 

 

সম্পর্কিত খবর