দুর্বিষহ হয়ে উঠবে জনজীবন, BSF-র ক্ষমতা বৃদ্ধিতে ক্ষোভ উগরে দিলেন অপর্ণা সেন

বাংলাহান্ট ডেস্কঃ সীমান্ত এলাকায় বিএসএফের (bsf) ক্ষমতা বাড়ানোর বিরুদ্ধে এবার সোচ্চার হলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। ইতিমধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি পাঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিও এই সিদ্ধান্তের বিপক্ষেই রয়েছেন।

বিষয়টা হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে অক্টোবর মাসে বিএসএফের ক্ষমতা বাড়ানো নিয়ে এক নির্দেশিকা দেওয়া হয়। যেখান বলা হয়, বাংলা, অসম ও পাঞ্জাবে বিএসএফ অফিসাররা আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটার ভিতর পর্যন্ত যে গ্রেপ্তার, বাজেয়াপ্ত এবং তল্লাশি করতে পারত, এবার তাঁদের সেই সীমানা আরও ৫০ কিমি ভিতরে করা হচ্ছে। এবার থেকে এই অংশেও তাঁরা নজরদারী করতে পারবে।

BSF Recruitment 2021 2 1

কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেনি বাংলা এবং পাঞ্জাবের সরকার। ইতিমধ্যেই এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে ‘সরাসরি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করেছে কেন্দ্র’ এমনটা মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকার তীব্র নিন্দা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।

তবে এবার কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধীতা করলেন অপর্ণা সেন। সোমবার প্রেস ক্লাবে উপস্থিত বিদ্বজনের মাঝে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ বর্ষণ করলেন অভিনেত্রী-পরিচালক। তাঁর সঙ্গে সহমত পোষণ করলেন সেখানে উপস্থিত বাকিরাও।

Aparna Sen

অপর্ণা সেন অভিযোগ করে বলেন, ‘মিলিটারিদের ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউরে উঠছি। এমনিতেই তাঁদের যা অবস্থা, তাতে করে এখন যদি বিএসএফের এলাকা আরও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তাঁদের অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠবে। সীমান্ত এলাকার মানুষেরা যাতে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করে খেতে পয়ারেন, সেটা রাজ্য সরকারকে দেখতে হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর