ফের শিরোনামে আরাবুল,ভোট দানে বাঁধা

বাংলাHunt : শেষ দফা ভোটের আগে ফের অশান্ত ভাঙ্গড়। সারা ভারতবর্ষে লোকসভা নির্বাচন চলছে। আজ সত্তম দফা নির্বাচনে বাংলায় নয়টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় ইভিএম বিকলে অভিযোগ আসতে থাকে। কয়েকটি জায়গায় বিরোধীদের কে বসতে দেওয়া হয়ছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।
8b9d2 img 20190519 wa0004
তৃণমূল তা মানতে নারাজ, এদিকে ভাঙ্গড়ের গাজীপুর ৯২,৯৩ নম্বর বুথের ভোটার দের বাড়ি ফিরে যাওয়ার আবেদন করেছেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম তা মানতে নারাজ। ৯২,৯৩ নম্বরে ভোটারদের অভিযোগ তারা লম্বা লাইন দিয়ে ভোট কেন্দ্রে ছিলেন। তৃণমূলের কিছু লোকজন এসে তাদেরকে ভোটদানে বাধা দিয়ছে।ইতিমধ্যে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে। কেন্দ্র বাহিনী গিয়ে সেখানে ভোট গ্রহণ যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ করা যায় সেই দিকে নজর দেওয়া হচ্ছে। এখন দেখার বিষয় বেলা করার সাথে সাথে কোন অশান্তি খবর আছে কি না ভাঙ্গর থেকে। সেই দিকে আমাদের নজর রয়েছে।


সম্পর্কিত খবর