জাতীয় মঞ্চে বুক ফুলিয়ে লতার বাংলা গান, কথায় নয় কাজে করে দেখালেন অরিজিৎ, রূপঙ্কর শুনছেন?

বাংলাহান্ট ডেস্ক: কথায় নয়, কাজে করে দেখানোয় বিশ্বাসী অরিজিৎ সিং (Arijit Singh)। মুর্শিদাবাদের ছেলে মুম্বইয়ে গিয়ে বাংলার নাম উজ্জ্বল করছেন। বলিউডের গায়ক বলে যে শুধু হিন্দি গান করেন তিনি, এমনটা কিন্তু নয়। বাংলা গানেও তাঁর সমান আগ্রহ। জাতীয় মঞ্চে দাঁড়িয়ে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) বাংলা গান গাইলেন অরিজিৎ। তাও আবার কোনো ভিডিও বার্তায় আর্জি না জানিয়েই।

প্রয়াত কিংবদন্তি লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে একের পর এক গান গেয়েছেন অরিজিৎ। সেখানে যেমন তাঁর কণ্ঠে শোনা গিয়েছে ‘নাম গুম যায়েগা’, তেমনি সুরসম্রাজ্ঞীর গাওয়া ‘হায় হায় প্রাণ যায়’, ‘না মন লাগে না’, ‘দে দোল দোল দোল, তোল পাল তোল’, ‘যা রে যারে উড়ে যারে পাখি’র মতো আইকনিক গানও গেয়েছেন অরিজিৎ।

664072 arijit singh
হিন্দি, বাংলা, মরাঠি গান দিয়ে সুরসম্রাজ্ঞীকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শিল্পী। জাতীয় মঞ্চে দাঁড়িয়ে তাঁর কণ্ঠে বাংলা গান শুনে অবাক দর্শকরা। অনেকে কটাক্ষ করেছেন, ভিডিও বানিয়ে ‘বাংলা গান বাংলা শিল্পীদের পাশে দাঁড়ান’ বলে আর্জি না জানিয়ে, অন‍্য শিল্পীকে ‘ছোট’ না করেই দিব‍্যি বাংলা গান গাইলেন অরিজিৎ। রূপঙ্কর বাগচীকেও খোঁচা মেরেছেন অনেকে।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী যেদিন থেকে ভিডিওতে বাংলা গানের দোহাই দিয়ে কেকে কে নিয়ছ বিতর্কিত মন্তব‍্য করেছিলেন সেদিন থেকেই তাঁর উপরে চটে রয়েছেন নেটনাগরিকরা। রূপঙ্কর অবশ‍্য পরে দাবি করেছিলেন, তিনি বাংলা গানের শিল্পীদের পাশে দাঁড়ানোর জন‍্য আবেদন করেছিলেন।

কিন্তু তাঁর বক্তব‍্যটা ভুল বুঝেছে মানুষ। নিঃশর্ত ক্ষমাও চেয়ে নিয়েছেন রূপঙ্কর। কিন্তু ক্ষোভ শান্ত হয়নি নেটিজেনদের। এখনো ট্রোল হয়ে চলেছেন শিল্পী। অরিজিৎ সিংয়ের বাংলা গান গাওয়ার ভিডিওগুলিতেও তাই রূপঙ্করকেই খোঁচা দিচ্ছেন অনেকে। মুখে না বলেও কীভাবে বাংলা গানের পাশে দাঁড়ানো যায় সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অরিজিৎ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর