কোনও জেড প্লাস নিরাপত্তা নয়, স্কুটি চালিয়েই বৌকে নিয়ে বুথে অরিজিৎ! দিলেন ভোট

বাংলা হান্ট ডেস্ক : কর্মসূত্রে দেশে বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়ালেও তিনি থাকেন জিয়াগঞ্জেই। কোনও ঝাঁ চকচকে আলিসান প্রাসাদ নয়, পৈতৃক ভিটেতেই তার বাস। একজন দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার জন্য যা কিছু করা উচিত সেই সবটাই করেন তিনি। আর সস্ত্রীক ভোটও দিয়ে এলেন গায়ক। সূত্রের খবর, জিয়াগঞ্জের প্রীতম সিং জি এসএফপি বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলেন অরিজিৎ (Arijit Singh)। সঙ্গে ছিলেন তার স্ত্রী কোয়েল।‌

অন্যদিনের মত এদিনও ছিলনা কোনও জাঁকজমক। না গাড়ি, আর না কোনও সিকিউরিটি। আর পাঁচজন মানুষের মত স্কুটি চালিয়েই এলেন ভোটকেন্দ্রে। তবে ভোট দিতে এসে খুব একটা কথাবার্তা বললেন না কারও সাথে। পথে এক ভক্ত পথ আটকালে তাকে সরিয়েই পৌঁছে গেলেন ভোটকেন্দ্রে। সম্প্রতি তার সেই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, অরিজিৎ-র পরনে রয়েছে নীল রঙা টি শার্ট আর গাঢ় নীল রঙের প্যান্ট। অন্যদিকে কোয়েলকে পাওয়া গেল পানাফুল রঙা কামিজ এবং সাদা সালোয়ারে। কোনো মেক আপের বালাই নেই। আমার আপনার মতই, খুবই সাধারণ সাজে এলেন ভোট কেন্দ্রে। প্রয়োগ করলেন নিজের গনতান্ত্রিক অধিকার।

আরও পড়ুন:অবিশ্বাস্য! উঁচু থেকে পড়তেই ৩ ফুটের রড ঢুকে গেল এই ব্যক্তির শরীরে, তারপর যা হল….

Arijit Singh

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পারদ এখন তুঙ্গে। ইতিমধ্যেই তৃতীয়দফার ভোটগ্রহণ চলছে দেশজুড়ে। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বিশৃঙ্খলাও হয়েছে। সকাল থেকেই বিক্ষিপ্ত হিংসা দেখা গিয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। প্রসঙ্গত উল্লেখ্য, মুর্শিদাবাদে বামেরা আস্থা দেখিয়েছে অভিজ্ঞ মহম্মদ সেলিমের উপর। যেখানে বিজেপির ভরসা গৌরী শঙ্কর ঘোষ। এবং তৃণমূলের প্রার্থী হচ্ছেন আবু তাহের খান।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর