বিগ ব্রেকিং: মারার হুমকি দিয়েছিলেন মনোজ ভার্মা, বিস্ফোরক অর্জুন সিং

রবিবার জগদ্দলে একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল এলাকার পরিস্থিতি। পরিস্থিত সামাল দিতে গিয়ে বিজেপি ও তৃণমূল সদস্যদের সংঘর্ষে মাথা ফাটে বিজেপি সাংসদ অর্জুন সিং-এর। যদিও ঘটনার পর থেকে অর্জুন সিং তাঁর পুলিশের বন্দুকের বাঁটের আঘাতে মাথা ফেটেছে বলে দাবি করে আসছেন। এবং তার জন্য ব্যারাকপুরের সিপি মনোজ ভার্মাকেই বারা বার দায়ী করেছেন। এমনকি তিনি পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা বলেও অভিযোগ করেছিলেন।

এবার শ্যামবাজারের ধর্না মঞ্চ থেকে মনোজ ভার্মার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং। মনোজ ভর্মা নাকি তাঁকে খুনের চেষ্টা করেছিলেন বলে জানান। অভিযোগ করেছেন সিপি নাকি তাঁকে মারতে মারতে বলেছিলেন কিষেনজিকেও মেরেছি, তোকেও মারব। তাই তাঁর ওপরে হামলার ঘটনা যেন সিবিআই-এর তদন্তের ভার দেওয়া হয়, এমনও দাবি করেছেন অর্জুন সিং।পাশাপাশি, মনোজ ভর্মার ইতিহাস তদন্ত করে দেখার আর্জিও জানিয়েছেন তিনি।

212021 mp

উল্লেখ্য, অর্জুন সিংকে হেনস্থার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মঙ্গলবার অর্জুন সিং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার কথাও জানিয়েছিলেন। এমনকি এই ঘটনা মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্র বলেও দাবি করেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এরপর বুধবার ধর্না মঞ্চ থেকে বিস্ফোরক দাবি অর্জুনের।

উল্লেখ্য, জগদ্দলের তিনটি পার্টি অফিস আগে তৃণমূলের থাকলেও লোকসভা ভোটের পর সেগুলি বিজেপির হাতে চলে যায়। কিন্তু সেগুলি তৃণমূলের পুনর্দখল নিয়ে রবিবার উত্তেজনা ছড়ায় জগদ্দলের সার্কাস মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন অর্জুন সিং। সেসময় তাঁর গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি চালায় সংঘর্ষকারীরা। বিজেপি ও তৃণমূলের সদস্যদের বিক্ষোভের মাঝে পড়ে অনেকেই আহত হন সেদিন। এমনকি জনতার রোষে পড়ে মনোজ ভার্মাও আক্রান্ত হয়েছিলেন।

 

সম্পর্কিত খবর