অর্জুন ফিরলেও শান্তি নেই! সিং সাহেবের সম্বর্ধনা অনুষ্ঠানে তৃণমূল-তৃণমূল লড়াই, মঞ্চে চলল ভাঙচুর

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন অর্জুন সিং আর এবার তাঁর নিজের এলাকাতেই শুরু হয়ে গেল তৃণমূল বনাম তৃণমূল তরজা। গতকালের একটি সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ঘটনার সূত্রপাত হয়, যেখানে কয়েকজন দুষ্কৃতীদের দ্বারা চালানো হয় হামলা আর বর্তমানে সেই হামলার অভিযোগ উঠেছে এলাকারই এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। স্বভাবতই, এই ঘটনায় তৃণমূল দলের ভিতরে কোন্দল সর্বসমক্ষে এসে পড়েছে।

উল্লেখ্য, দুই সপ্তাহ পূর্বে বিজেপিতে থাকাকালীন অর্জুন সিংয়ের সঙ্গে একটি অনুষ্ঠানে একসাথে দেখা গিয়েছিল জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যমকে। সেই সময় তৃণমূল এবং বিজেপির নেতাদের এই মেলবন্ধন অনেকেরই নজর কাড়ে। তবে তার কিছুদিনের মধ্যেই দুই পক্ষের মধ্যে এহেন বিতর্ক যে সৃষ্টি হবে, তা ঘুণাক্ষরেও টের পায়নি তৃণমূল শিবির।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস দলে অর্জুন সিংয়ের যোগদানের পর থেকেই বিভিন্ন এলাকায় তাঁর সংবর্ধনা অনুষ্ঠান চলছে। সেই মতো গতকালও একটি অনুষ্ঠান আয়োজন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। অভিযোগ ওঠে যে, সেখানে আচমকাই 3 জন দুষ্কৃতী মঞ্চের উপর উঠে ভাঙচুর শুরু করে। সম্পূর্ণ ঘটনায় বর্তমানে অভিযোগের আঙুল উঠেছে জগদ্দল তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে।

স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় সিং বলেন, “সোমনাথের ভাই মনোজ পান্ডে, ভাগ্নে রাজ পান্ডে এবং এক স্থানীয় ব্যবসায়ী মিলে গতকাল সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়ে ভাঙচুর চালায়।” এছাড়াও অপর এক তৃণমূল কাউন্সিলরের মতে, “তৃণমূল বিধায়ক বর্তমানে অর্জুন সিংহকে মেনে নিতে পারেনি। তাই এই কাণ্ড ঘটিয়েছে।”

তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই সোমনাথ বাবু এদিন বলেন, “এই ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না আর আমি জড়িত নই।” সম্পূর্ণ ঘটনায় অবশ্য বিশেষ কোনো মন্তব্য করেননি অর্জুন সিং। তার মতে, “কিছু অসামাজিক লোক মিলে এই ঘটনাটি ঘটিয়েছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর