হাসপাতাল থেকে ছাড়া পেয়েই মমতার বিরুদ্ধে FIR দায়ের করছেন অর্জুন সিং

 

বাংলা হান্ট ডেস্ক ঃ সম্প্রতি বিজেপি সাংসদ অর্জুন সিং কে দেখা যায় রক্তাক্ত অবস্থায়। পুলিশের সাথে সংঘর্ষে, পুলিশের লাঠির বাড়িতে মাথা ফাটে বিজেপি সাংসদ অর্জুন সিং এর। যা নিয়ে উত্তাল হয় গোটা রাজনৈতিক মহল। রাজ্যপালও অর্জুন সিং এর সাথে দেখা করতে এসে আশ্বাস দেন, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও কথা বলবেন তিনি। আজ দুদিন পর হাসপাতাল থেকে ফিরেই ফের বিস্ফোরক বিজেপি নেতা অর্জুন সিং।

তিনি বলেন, সিপি আমাকে রিভলবারের বাট দিয়ে মাথায় মেরেছেন। প্রথমে ভেবেছিলাম লাঠি। পরে দেখলাম মারলেন। এ রাজ্যে কেউ সুরক্ষিত নয়। মহিলা, শিক্ষক, ডাক্তার, উকিল, সাংবাদিক সকলেই আতঙ্কিত সুরক্ষিত নয় । আমাকে আটকে কোনও লাভ নেই। আমি যেদিন বিজেপিতে যোগদান করেছি তারপর থেকে ৪৭ টি মামলা রুজু করা হয়েছে। আরও ২ থেকে ৫ টা করবে। এবার দেখি কবে সেঞ্চুরি হয়! মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খুনের ষড়যন্ত্র করেছেন বলে দাবি করেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

IMG 20190903 183012
আজ ছাড়া পেয়ে প্রথমে তিনি বেলঘড়িয়া নার্সিংহোমে যান যেখানে যেখানে তার আহত কর্মীরা রয়েছেন। তাদের খোঁজ-খবর নেওয়ার পরেই বাড়ি ফেরেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

অন্যদিকে অর্জুনের সিং এর পুত্র পবন সিং অভিযোগ করেছেন,” ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে পুলিশ তাদের কোনও কথা শোনেননি।” সেকারণেই তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন। মনোজ ভার্মার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করবেন অর্জুন পুত্র পবন সিং।

সম্পর্কিত খবর