পুজোর অনুদান নিয়ে বিস্ফোরক অর্জুন সিং! উল্টো সুর গাইলেন দলবদলু তৃণমূল সাংসদ

বাংলাহান্ট ডেস্ক : ভালোভাবে উৎসব পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো কমিটিগুলিকে দেওয়া হচ্ছে অনুদান। রাজ্য সরকার বিগত কয়েক বছর ধরে একাধিক ক্লাবকে এই অনুদান দিয়ে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর অনুদানের পরিমাণ আরো বৃদ্ধি করেছেন। সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো আয়োজনকারী ক্লাবকে দেওয়া হচ্ছে ৭০ হাজার টাকা করে। কিন্তু সেই টাকা সব ক্লাব কি সমান ভাবে পাচ্ছে?

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবার সেই বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করলেন। ব্যারাকপুরের সুকান্ত সদনে পুলিশ কমিশনারেটের এক অনুষ্ঠানে অর্জুন সিং শুক্রবার এই কথা বলেছেন । পুজোর আগে একটি সমন্বয় বৈঠক আয়োজন করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায়, রাজ চক্রবর্তী, পুলিশ কমিশনার অলোক রাজোড়িয়া, জেলাশাসক বিনয়কৃষ্ণ দ্বিবেদীও।

আরোও পড়ুন : সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল রাজ্য! শীর্ষ আদালতে বড় জয় শুভেন্দু অধিকারীর

কিছুদিন আগে তৃণমূলের ফেরা সাংসদ অর্জুন সিং এই অনুষ্ঠানে বলেছেন, “অনেকেই আমাদের কাছে একটা সমস্যা নিয়ে আসছেন। বলছেন তাদের পুজো অনেক পুরনো হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর অনুদান পাচ্ছেন না। পুলিশ কমিশনারকে আমি অনুরোধ করব যাতে প্রতিটি থানা এলাকায় এই ব্যাপারটি উনি দেখেন। আমি জানিনা কারা কাকে ফেভার করছে। কিন্তু প্রায় প্রতিদিনই ফোন আসছে আমার কাছে।”

arjun singh

এর সাথে অর্জুন সিং আরো বলেন, অনুদানের জন্য যে গাইডলাইন স্থির করে দেওয়া হয়েছে, সেই গাইডলাইন মেনে চলা উচিত। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর ক্লাবগুলিকে দুর্গা পুজোর জন্য অনুদান দিতে শুরু করেন। তবে এই অনুদান সব ক্লাবকে দেওয়া হয় না। কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টে সরকারের আইনজীবী জানান, যে পুজো কমিটিগুলি রেজিস্টারড রয়েছে, অনুদান শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর