ফের পদ পেলেন অর্পিতা ঘোষ

 

পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র বিজেপিতে যোগদানের পর থেকেই মমতা ঘনিষ্ঠ অর্পিতা ঘোষকে একাধিক সরকারি দায়িত্ব দেওয়া হচ্ছে।

এবার দক্ষিণ দিনাজপুর জেলার আইসিডিএস প্রকল্পের জেলা সিলেকশন ও মনিটারিং কমিটির চেয়ারম্যান হলেন অর্পিতা ঘোষ। এই কমিটির ভাইস চেয়ারম্যান হন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। বৃহস্পতিবার রাজ্য সরকারের সেই চিঠি এসে পৌঁছেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের কাছে।

IMG 20190720 WA0032
নির্বাচনে হার যেন শাপে বর হয়েছে প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষের। নির্বাচনে হারের পর থেকেই দলের ও প্রশাসনিক পদ পেতে শুরু করেছেন অর্পিতা দেবী। নির্বাচনের হারের দু’দিনের মাথায় তিনি জেলা সভাপতি হিসেবে নিয়োগ পত্র পেয়েছেন। এরপর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইসচেয়ারম্যান। চলতি সপ্তাহেই বালুরঘাট পৌরসভার প্রশাসক হয়েছেন তিনি। এবারে এই নতুন পদ, জেলায় অর্পিতার ক্ষমতা আরও বাড়াল বলেই মনে করা হচ্ছে। এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় খুশি অর্পিতা ঘনিষ্ঠ ও অনুগামীরা।

প্রসঙ্গত, আগে এই কমিটির চেয়ারম্যান ছিলেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র।

সম্পর্কিত খবর